সম্পূর্ণ অদৃশ্য এক হাতিয়ার! এর এক আঘাতে উড়ে যেতে পারে আস্ত একটা শহর। ধ্বংস ক্ষমতার নিরিখে ইতিমধ্যেই এর তুলনা পরমাণু বিস্ফোরণের সঙ্গে টানা শুরু করে দিয়েছেন প্রতিরক্ষা গবেষকেরা। এ-হেন ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরিতে হাত পাকাচ্ছে চিন। ড্রাগনভূমিতে জোরকদমে চলছে এর নির্মাণকাজ। আর সেই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কে আমেরিকা। নয়াদিল্লির কপালেও পড়েছে চিন্তার ভাঁজ।
গোয়েন্দা সূত্রে খবর, বর্তমানে উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ (হাই-পাওয়ার মাইক্রোয়েভ বা এইচপিএম) হাতিয়ার তৈরিতে মন দিয়েছে বেজিং। সেখানকার প্রতিরক্ষা গবেষকদের দাবি, অত্যাধুনিক ওই অস্ত্রটি চালালে সেখানে থেকে বেরিয়ে আসবে তড়িচ্চুম্বকীয় তরঙ্গ। সেগুলির শক্তি পারমাণবিক বিস্ফোরণের সমতুল্য হবে বলে মিলেছে ইঙ্গিত।