বিরাট কোহালির বিধ্বংসী ব্যাটিংয়ে ওভার পিছু দশের বেশি রান তাড়া করে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে ভারত। ক্যারিবিয়ানরা টি টোয়েন্টি ক্রিকেট ভাল খেলে। সেই কারণেই তিরুঅনন্তপুরমে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। ভারত কি উইনিং কম্বিনেশন ভাঙবে? নাকি হায়দরাবাদের দল নিয়েই খেলতে নামবে? দেখে নেওয়া যাক দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতের প্রথম এগারো কী হতে চলেছে।
লোকেশ রাহুল: হায়দরবাদে রোহিত শর্মা ফিরে যাওয়ার পরে শিখর ধবন ভারতের ইনিংসের ভিত গড়েন। বিরাট কোহালি ও রাহুল ১০০ রানের পার্টনারশিপ গড়েন। কোহালির থেকে রাহুলকেই বেশি সপ্রতিভ দেখাচ্ছিল। ঠান্ডা মাথায় দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লোকেশ রাহুল। তিরুঅনন্তপুরমে তিনিই ক্যারিবিয়ান বোলিংয়ের শুরুর ঝাঁঝ সামলাতে যাবেন।