Advertisement
E-Paper

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে বুমরাহ-সহ তিন ভারতীয়, আর কারা সুযোগ পেলেন?

বর্ষসেরা এক দিনের একাদশের পর বর্ষসেরা টেস্ট একাদশ প্রকাশ করল আইসিসি। ভারতের তিন জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। ইংল্যান্ডের চার জন এবং নিউ জ়িল্যান্ডের দু’জন আছেন।

picture of Jasprit Bumrah

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:১৯
Share
Save

বছরের সেরা ১১জন ক্রিকেটারকে নিয়ে ২০২৪ সালের সেরা টেস্ট দল নির্বাচন করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দলে জায়গা পেয়েছেন ভারতের তিন ক্রিকেটার। পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ের কোনও ক্রিকেটারের জায়গা হয়নি বর্ষসেরা টেস্ট একাদশে। সব চেয়ে বেশি চার জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন ইংল্যান্ড থেকে। সারা বছরের পারফরম্যান্সের নিরিখে সেরা ১১জন ক্রিকেটারকে বেছে নিয়েছে আইসিসি।

যশস্বী জয়সওয়াল: ওপেনার হিসাবে দলে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল। লাল বলের ক্রিকেটে ওপেনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যশস্বী। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাফল্য না পেলেও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে করেছিলেন ৭১২ রান। দু’টি দ্বিশতরান এবং তিনটি অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন সেই সিরিজ়ে। বাংলাদেশের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ়ে তিনটি অর্ধশতরান করেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ়েও রান পেয়েছেন। শেষে বর্ডার-গাওস্কর সিরিজ়ে অস্ট্রেলিয়ার মাটিতে ১৬১ রানের ইনিংসের পাশাপাশি দু’টি অর্ধশতরান করেন। ২০২৪ সালে ৫৪.৭৪ গড়ে মোট ১৪৭৮ রান করে আইসিসির বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন ভারতের তরুণ ওপেনার।

বেন ডাকেট: যশস্বীর সঙ্গী হিসাবে বেছে নেওয়া হয়েছে বেন ডাকেটকে। ভারতের মাটিতে টেস্ট সিরিজ়ে ৩৪৩ রান করেন তিনি। সেই সিরিজ়ে একটি ১৫৩ রানের ইনিংস ছিল তাঁর। এ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৭৮, শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৬ রানের ইনিংস খেলেন। সাফল্য পান পাকিস্তান সফরেও। মুলতানে শতরান-সহ সিরিজ়ে করেন ২৬২ রান। শেষে নিউ জ়িল্যান্ড সফরে করেন ১৮০ রান। ২০২৪ সালে ৩৭.০৬ গড়ে মোট ১১৪৯ রান করেছেন তিনি।

কেন উইলিয়ামসন: নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রয়েছেন ব্যাটিং অর্ডারের তিন নম্বরে। ২০২৪ সালে ৫৯.৫৮ গড়ে তিনি করেছেন ১০১৩ রান। চোট-আঘাত তাঁকে ভোগালেও গোটা বছর ফর্মে ছিলেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি শতরান-সহ ৪০৩ রান করেন চারটি ইনিংসে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য না পেলেও শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে রান করেছেন।

জো রুট: আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশের ব্যাটিং অর্ডারের চার নম্বরে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রুট। ২০২৪ সালে তিনি ৫৫.৫৭ গড়ে ১৫৫৬ রান করেছেন। ভারত, ওয়েস্ট ইন্ডিজ়, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড — কোনও সিরিজ়েও ব্যর্থ হননি রুট। স্বভাবতই তিনি জায়গা পেয়েছেন বর্ষসেরা একাদশে।

হ্যারি ব্রুক: ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে ইংল্যান্ডের আর এক ক্রিকেটার হ্যারি ব্রুক। তিনিও সারা বছর ফর্ম ধরে রেখেছিলেন। সব সিরিজ়ে রান করেছেন। ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করেছেন। ২০২৪ সালে ৫৫ গড়ে ১১০০ রান করে আইসিসির বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন ব্রুক।

কামিন্দু মেন্ডিস: ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে রাখা হয়েছে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ে তিনি করেছিলেন ৩৬৭ রান। ইংল্যান্ড সফরে করেন ২৬৭ রান। দু’টি শতরান করেন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েও। ২০২৪ সালে ৭৪.৯২ গড়ে মেন্ডিস করেছেন মোট ১০৪৯ রান। স্বভাবতই তাঁকে বাদ দিতে পারেননি আইসিসির নির্বাচকেরা।

জেমি স্মিথ: উইকেটরক্ষক হিসাবে দলে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের জেমি স্মিথ। ব্যাটিং অর্ডারের সাত নম্বরে রয়েছেন তিনি। ধারাবাহিকতা বজায় রাখার স্বীকৃতি পেয়েছেন স্মিথ। ৪২.৪৬ গড়ে ৬৩৭ রান করেছেন ব্যাট হাতে। পাশাপাশি, উইকেটের পিছনে ৩১টি ক্যাচ নিয়েছেন এবং একটি স্টাম্প আউট করেছেন স্মিথ। উইকেটের সামনে এবং পিছনে ধারাবাহিক ভাবে দলকে ভরসা দিয়েছেন।

রবীন্দ্র জাডেজা: আইসিসি বর্ষসেরা টেস্ট দলে একমাত্র স্পিনার হিসাবে রয়েছে রবীন্দ্র জাডেজা। ব্যাট এবং বল হাতে লাল বলের ক্রিকেট ধারাবাহিকতা বজায় রাখায় তাঁকে উপেক্ষা করতে পারেননি আইসিসির নির্বাচকেরা। ২০২৪ সালে ব্যাট হাতে জাডেজা করেছেন ৫২৭ রান। বল হাতে নিয়েছেন ৪৮ উইকেট। দলের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে জাডেজার মতো বাঁহাতি অলরাউন্ডারদের আলাদা গুরুত্বও রয়েছে। তাঁকে রাখা হয়েছে ব্যাটিং অর্ডারের আট নম্বরে।

প্যাট কামিন্স: ব্যাটিং অর্ডারের ন’নম্বরে রয়েছেন আর এক অলরাউন্ডার। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। আইসিসির বর্ষসেরা দলের নেতৃত্বও দেওয়া হয়েছে তাঁকে। দলকে সফল নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট এবং বল হাতে অস্ট্রেলিয়াকে ধারাবাহিক ভাবে ভরসা দিয়েছেন কামিন্স। ঠান্ডা মাথার অলরাউন্ডার ২০২৪ সালে ব্যাট হাতে করেছেন ৩০৬ রান। বল হাতে নিয়েছেন ৩৭টি উইকেট। দলে তিনিই এক মাত্র অস্ট্রেলীয়।

ম্যাট হেনরি: ব্যাটিং অর্ডারের ১০ নম্বরে রয়েছেন নিউ জ়িল্যান্ডের জোরে বোলার ম্যাট হেনরি। সারা বছর ধারাবাহিকতা বজায় রাখার স্বীকৃতি পেয়েছেন হেনরি। ১৮.৫৮ গড়ে ২০২৪ সালে ৪৮টি উইকেট নিয়েছেন তিনি। ভারতের স্পিন সহায়ক পিচেও তিনটি টেস্টে ১০টি উইকেট ছিল তাঁর।

জসপ্রীত বুমরাহ: আইসিসির বর্ষসেরা টেস্ট দলের ব্যাটিং অর্ডারের ১১ নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁকে ছাড়া বর্ষসেরা দল নির্বাচন সম্ভব ছিল না। সেই দুঃসাহস দেখাননি আইসিসির নির্বাচকেরাও। সারা বছর বল হাতে ভারতকে শুধু ভরসাই দেননি। একাধিক বার বিপদ থেকে রক্ষা করেছেন। মহম্মদ শামির অনুপস্থিতিতে বাড়তি চাপ নিয়েছেন। তবু ২০২৪ সালে ১৪.৯২ গড়ে ৭১টি উইকেট নিয়েছেন বুমরাহ। তাঁর নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না।

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ: যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ, রবীন্দ্র জাডেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি, জসপ্রীত বুমরাহ।

Jasprit Bumrah Yashasvi Jaiswal Ravindra Jadeja test cricket Pat Cummins

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।