Advertisement
২৪ জানুয়ারি ২০২৫
Chhaava Cast Fees

প্রেমদিবসে ঐতিহাসিক ছবি! সম্ভাজি সাজতে কত নিচ্ছেন ভিকি? কত টাকা পাচ্ছেন রশ্মিকা-অক্ষয়রা?

‘গুডবাই’ ছবির হাত ধরে বলিপাড়ায় কেরিয়ার শুরু করেছেন দক্ষিণের খ্যাতনামী নায়িকা রশ্মিকা মন্দনা। কানাঘুষো শোনা যায়, ‘ছাওয়া’ ছবিতে অভিনয় করে রশ্মিকার চেয়ে অভিনেতা প্রায় তিন গুণ বেশি আয় করেছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১১:৩১
Share: Save:
০১ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

প্রেমদিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইতিহাস-নির্ভর ছবি। তারকাখচিত এই ছবিতে বলি নায়কদের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রীকে। তবে পারিশ্রমিকের দিক থেকে ঢের তফাত নায়ক-নায়িকার। কান পাতলে শোনা যায়, ‘ছাওয়া’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে দক্ষিণী নায়িকার চেয়ে বলি নায়ক প্রায় তিন গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন।

০২ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

সম্প্রতি সমাজমাধ্যমে মুক্তি পেয়েছে ‘ছাওয়া’ ছবির ঝলক। মরাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই ছবির চিত্রনাট্য। বলি অভিনেতা ভিকি কৌশলকে সম্ভাজির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে।

০৩ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

বলিপাড়া সূত্রে খবর, ‘ছাওয়া’ ছবিতে অভিনয় করে ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন ভিকি।

০৪ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

২০২৪ সালের জুলাই মাসে মুক্তিপ্রাপ্ত ‘ব্যাড নিউজ়’ ছবিতে শেষ অভিনয় দেখা গিয়েছিল ভিকির। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও এই ছবির ‘তওবা তওবা’ গানের দৃশ্যে ভিকির নাচ বহুল প্রশংসা পায়।

০৫ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

‘ছাওয়া’ ছবিতে ভিকির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী ফিল্মজগতের অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে। এই ছবিতে যেসুবাই ভোঁসলের চরিত্রে অভিনয় করবেন তিনি।

০৬ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

২০২৩ সালে সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবির হাত ধরে বলিপাড়ায় পরিচিত হতে শুরু করেন দক্ষিণের খ্যাতনামী নায়িকা রশ্মিকা। এই ছবিতে অভিনয় করে চার কোটি টাকা পারিশ্রমিক পান তিনি।

০৭ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

রশ্মিকার কেরিয়ারের দ্বিতীয় হিন্দি ছবি ‘ছাওয়া’। ‘অ্যানিম্যাল’-এর চূড়ান্ত সাফল্যের পর পারিশ্রমিকের দিক থেকে তেমন পরিবর্তন হয়নি রশ্মিকার। কানাঘুষো শোনা যায়, ‘ছাওয়া’ ছবিতে অভিনয় করে রশ্মিকার চেয়ে ভিকি প্রায় তিন গুণ বেশি আয় করেছেন।

০৮ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ‘ছাওয়া’ ছবিতে অভিনয় করে চার কোটি টাকা উপার্জন করেছেন রশ্মিকা।

০৯ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

সম্প্রতি ‘ছাওয়া’ ছবির ঝলক মুক্তির অনুষ্ঠানে হাজির হয়ে রশ্মিকা জানান যে, তিনি অভিনয় থেকে অবসরও নিয়ে নিতে পারেন। তিনি বলেন, ‘‘আমি দক্ষিণ ভারতের মেয়ে। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি খুব সহজে কান্নাকাটি করি না। কিন্তু এই ছবির ঝলক দেখেই আমার গলা বন্ধ হয়ে যাচ্ছিল। ছবির পরিচালককে আমি বলেছিলাম, এই চরিত্রে অভিনয় করার পর আমার আর কিছু চাওয়ার নেই। আমি এখন খুশি মনে অভিনয় থেকে অবসর নিতে পারি।’’

১০ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

‘ছাওয়া’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেতা অক্ষয় খন্নাকে। ২০২২ সালে ‘দৃশ্যম ২’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয়ের।

১১ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

‘ছাওয়া’ ছবিতে মুঘল সাম্রাজ্যের শাসক ঔরঙ্গজ়েবের চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যাবে অক্ষয়কে। এই চরিত্রে অভিনয় করে দু’কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অক্ষয়।

১২ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

‘ছাওয়া’ ছবিতে সরসেনাপতি হাম্বিরাও মোহিতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেতা আশুতোষ রানাকে। পার্শ্বচরিত্র হলেও চিত্রনাট্য অনুযায়ী সেই চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।

১৩ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

বলিউডের গুঞ্জন, ‘ছাওয়া’ ছবিতে অভিনয় করে ৮০ লক্ষ টাকা আয় করেছেন আশুতোষ। শোনা যাচ্ছে, চলতি বছরে ‘ওয়ার ২’ এবং ‘আলফা’ ছবিতেও অভিনয় করতে পারেন আশুতোষ।

১৪ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

‘ছাওয়া’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেত্রী দিব্যা দত্তকে। ওটিটির পর্দায় মুক্তিপ্রাপ্ত ‘বন্দিশ ব্যান্ডিট্‌স’ ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে দিব্যাকে।

১৫ ১৫
How much Vicky Kaushal, Rashmika Mandanna charged for their roles in Chhaava movie

বলিপাড়া সূত্রে খবর, ‘ছাওয়া’ ছবিতে সোয়াবাইয়ের চরিত্রে অভিনয় করে ৪৫ লক্ষ টাকা উপার্জন করেছেন দিব্যা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy