কখনও দুর্দান্ত খেলে প্রতিপক্ষকে দুরমুশ করে দেওয়া তো কখনও শিক্ষানবিশদের মতো পারফর্ম করে হেরে যাওয়া। চুম্বকে এটাই ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা নাইট রাইডার্সের পারফরম্যান্স। চলতি আইপিএলে যত বার মনে হয়েছে কলকাতা প্লে অফে যাচ্ছে, তখনই হেরেছে মর্গ্যান বাহিনী। অবস্থা এমনই যে প্লে অফে যেতে গেলে এখন সব ম্যাচ জিততেই হবে নাইটদের। বৃহস্পতিবার তারা মুখোমুখি হচ্ছে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া চেন্নাই সুপার কিংসের। মাস্ট উইন ম্যাচে কেমন হতে পারে নাইটদের সম্ভাব্য একাদশ? দলে কি বদল আসতে পারে? দেখে নেওয়া যাক।