IPL 2019: The ideal XI of Kolkata Knight Riders dgtl
কেমন হতে পারে আসন্ন আইপিএল-এ নাইট রাইডার্সের সেরা একাদশ
আইপিএল-এ অন্যতম সফল কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের পর দীনেশ কার্তিকের হাত ধরে ভালই খেলছে তারা। এখন কিছু দিন বাকি থাকলেও শুরু হয়ে গিয়েছে আইপিএল জ্বর। কিছু দিনের মধ্যেই নিলাম। তার আগে দেখে নেওয়া যাক কেমন হতে পারে নাইটদের এ বারের সেরা একাদশ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ১৩:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
আইপিএল-এ অন্যতম সফল কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের পর দীনেশ কার্তিকের হাত ধরে ভালই খেলছে তারা। এখন কিছু দিন বাকি থাকলেও শুরু হয়ে গিয়েছে আইপিএল জ্বর। কিছু দিনের মধ্যেই নিলাম। তার আগে দেখে নেওয়া যাক কেমন হতে পারে নাইটদের এ বারের সেরা একাদশ।
০২১২
ক্রিস লিন: অজি ক্রিকেটারটি নিঃসন্দেহে কেকেআর-এর বড় ভরসা। দ্রুত রান করার ক্ষেত্রে লিনের বিকল্প খুব কমই আছেন। উপরি পাওনা তাঁর অসাধারণ ফিল্ডিং।
০৩১২
রবীন উথাপ্পা: ভারতীয় দল তো বটেই, ঘরোয়া প্রথম শ্রেণিতেও তেমন ভাবে দেখা যাচ্ছে না। কিন্তু নাইট সংসারে তিনি অন্যতম সদস্য। বহু ম্যাচ জিতিয়েছেন। দলে থাকলে ওপেনার হিসেবেই তাঁকে বাছবেন অধিনায়ক।
০৪১২
শুভমান গিল: তরুণ ভারতীয় ক্রিকেটার। নির্বাচকদের সুনজরে রয়েছেন। টি২০ ম্যাচে তিন নম্বরের জন্য গিলকে ভাবা যেতেই পারে। গত বার নাইটদের হয়ে ১৩টি ম্যাচে ২০৩ রান করেছিলেন।
০৫১২
দীনেশ কার্তিক: কেকেআর-এর অধিনায়ক কার্তিক এই মুহূর্তে টি২০তে অন্যতম সেরা ক্রিকেটার। গত বার ১৬টি ম্যাচে করেছিলেন ৪৯৮ রান।
০৬১২
নিতীশ রানা: পর পর দু’বারই আইপিএল-এ নজর কেড়েছেন। ২০১৮ তে কেকেআর-এর অন্যতম ভরসার ক্রিকেটার ছিলেন। ১৫ ম্যাচে ৩০৪ রান করেছিলেন।
০৭১২
আন্দ্রে রাসেল: টি২০-র অন্যতম ভয়ঙ্কর ক্রিকেটার। বল-ব্যাট দু’য়েতেই সমান দক্ষ। যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে পারেন। গত আইপিএল-এ ১৬ ম্যাচে ৩১৬ রান করেছিলেন।
০৮১২
স্যাম কুরান: অলরাউন্ডার হিসেবে দল থাকবেন। গত আইপিএল-এ পাঁচটি ম্যাচ খেলেছিলেন। মূলত বোলার হলেও ব্যাটিং হাতটা ভাল।
০৯১২
সুনীল নারিন: ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারটি কেকেআর-এর বড় সম্পদ। বলের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা নিতে দেখা যায় তাঁকে। গত বার ১৬টি ম্যাচে ৩৫৭ রানে করেছিলেন, নিয়েছিলেন ১৭টি উইকেট।
১০১২
শিভম মাভি: জাতীয় নির্বাচকদের নজরে রয়েছেন। কেকেআর-এর বোলিং আক্রমণের অন্যতম ভরসা। গত বার অসাধারাণ কিছু করতে না পারলেও নজর কেড়েছিলেন।
১১১২
কুলদীপ যাদব: শুধু কেকেআর নয়, ভারতীয় দলের এই মুহূর্তে বোলিং সম্পদ। ২০১৮-এর আইপিএল-এ ১৬ ম্যাচে ১৭টি উইকেট দখল করেছিলেন।
১২১২
মহম্মদ শামি: কেকেআর-এর গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন শামি। যদি তাঁকে না পাওয়া যায় সে ক্ষেত্রে পরবর্তী পছন্দ হতে পারেন মোহিত শর্মা বা জয়দেব উনাদকট।