Sahara Group's chief Subrata Roy death spotlights 25000 crore rupees lying in SEBI account dgtl
Sahara-SEBI
সহারাকর্তার মৃত্যুর পরেই চর্চায় সেই ২৫ হাজার কোটি টাকা, লগ্নিকারীদের ভাগ্যে কি তা আদৌ জুটবে?
২০১১ সালে সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন এবং সহারা হাউসিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন নামে সহারার দুই সংস্থাকে ৩ কোটি লগ্নিকারীর টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১১:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
মঙ্গলবার রাতে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায়। তাঁর প্রয়াণের এক দিনের মাথায় আবার শুরু হয়েছে সেই ২৫ হাজার কোটি টাকা নিয়ে চর্চা। কোথা থেকে এল এই টাকা? সহারা গোষ্ঠীর সঙ্গে এর সম্পর্কই বা কী?
০২১৮
দীর্ঘ দিন ধরে ক্যানসার-সহ শ্বাসকষ্ট, মধুমেহ, উচ্চ রক্তচাপ ছাড়াও হৃদ্যন্ত্রজনিত নানা রকম সমস্যায় ভুগছিলেন সুব্রত। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ সহারা গোষ্ঠীর তরফে বিবৃতি জারি করে কর্ণধারের মৃত্যুর খবর জানানো হয়।
০৩১৮
সুব্রতের মৃত্যুর পর নতুন করে চর্চায় উঠে এসেছে সেবি-সহারা অ্যাকাউন্টে পড়ে থাকা ২৫,০০০ কোটি টাকা।
০৪১৮
সহারার বিরুদ্ধে অভিযোগ, তারা বেআইনি অর্থ লগ্নি প্রকল্পের (পনজ়ি) মাধ্যমে কোটি কোটি লগ্নিকারীর থেকে টাকা তুলেছিল। কিন্তু সে টাকা আর সংস্থার তরফে লগ্নিকারীদের ফেরত দেওয়া হয়নি।
০৫১৮
২০১১ সালে সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন এবং সহারা হাউসিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন নামে সহারার দুই সংস্থাকে ৩ কোটি লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।
০৬১৮
সহারার দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ঋণপত্রের মাধ্যমে বেআইনি ভাবে লগ্নিকারীদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল।
০৭১৮
দীর্ঘ দিন ধরে সহারার দুই সংস্থার বিরুদ্ধে আইনি লড়াইও চলে। যদিও এই লড়াইয়ে আইন ভাঙার অভিযোগ বার বার অস্বীকার করেছিল সহারার দুই সংস্থা।
০৮১৮
২০১২ সালের ৩১ অগস্ট সেবির নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ১৫ শতাংশ সুদ-সহ মূলধন ফেরাতে হবে লগ্নিকারীদের। সেই উদ্দেশে সেবির কাছে টাকা জমার নির্দেশও দেওয়া হয় সহারার দুই সংস্থাকে।
০৯১৮
শীর্ষ আদালত সহারার দুই সংস্থাকে সেবির কাছে ২৪,০০০ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেয়। যদিও সুব্রতের সংস্থা দাবি করেছিল, ৯৫ শতাংশের বেশি লগ্নিকারীর টাকা সরাসরি ফিরিয়ে দেওয়া হয়েছে।
১০১৮
তবে সেবির সর্বশেষ বার্ষিক রিপোর্ট অন্য কথা বলছে। শেষ রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী, গত ১১ বছরে সহারার দুই সংস্থা লগ্নিকারীদের মাত্র ১৩৮.০৭ কোটি টাকা ফেরত দিয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।
১১১৮
অন্য দিকে সহারার দুই সংস্থা সেবির অ্যাকাউন্টে যে টাকা রেখেছিল তা সুদে-আসলে মিলিয়ে ২৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।
১২১৮
২০২২-’২৩ অর্থবর্ষে সহারার দুই সংস্থা ৭ লক্ষ টাকা লগ্নকারীদের ফেরত দিয়েছে বলে সেবির সর্বশেষ বার্ষিক রিপোর্টে জানানো হয়েছে।
১৩১৮
সহারার দুই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ, লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে। সেবির রিপোর্টে আরও বলা হয়েছে ৫৩,৬৮৭টি অ্যাকাউন্টের লগ্নির টাকা ফেরত চেয়ে এখনও পর্যন্ত ১৯,৬৫০টি আর্জি জমা পড়েছে।
১৪১৮
১৯,৬৫০টি আর্জির মধ্যে ১৭,৫২৬টি আর্জির প্রেক্ষিতে ৪৮,৩২৬টি অ্যাকাউন্টে মোট ১৩৮.০৭ কোটি টাকা ফেরানো হয়েছে।
১৫১৮
সেবির নির্দেশিকা এবং সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী সহারার ১৫,৬৪৬.৬৮ কোটি টাকা ৩১ মার্চ পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে।
১৬১৮
চলতি বছরের অগস্ট মাসে সহারার চারটি সংস্থার লগ্নিকারীদের মোট ৫ হাজার কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র।
১৭১৮
টাকা পাওয়ার আবেদনের জন্য সিআরসিএস-সহারা রিফান্ড পোর্টাল চালু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনও পর্যন্ত ১৮ লক্ষ আমানতকারী সেই পোর্টালে নাম নথিবদ্ধ করেছেন বলে জানা গিয়েছে।
১৮১৮
সহারা গোষ্ঠীর কর্ণধারের মৃত্যুর পর আবার নতুন করে ২৫ হাজার কোটি টাকার পুঁজি নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে ওই পুঁজির ভবিষ্যৎ কী?প্রথম থেকেই ধীর লয়ে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছিল। কর্ণধার সুব্রতের প্রয়াণের পর কি আদৌ লগ্নিকারীরা তাঁদের টাকা ফেরত পাবেন?