Have a look at these unique features of WhatsApp dgtl
whatsapp features
হোয়াটসঅ্যাপে রয়েছে অভিনব এই ১০ ফিচার, আপনি কতগুলো জানেন?
হোয়াটসঅ্যাপে বেশ কিছু ফিচার রয়েছে। সেগুলি এখনও অনেকেই হয়তো জানেন না। এই বিশেষ ফিচারগুলি জানা থাকলে সুবিধা হতে পারে গ্রাহকদেরই। সেগুলি জেনে নিন।
সংবাদ সংস্থা
ওয়াশিংটনশেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৬:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
হোয়াটসঅ্যাপে বেশ কিছু ফিচার রয়েছে। সেগুলি এখনও অনেকেই হয়তো জানেন না। এই বিশেষ ফিচারগুলি জানা থাকলে সুবিধা হতে পারে গ্রাহকদেরই। সেগুলি জেনে নিন।
০২১২
পিনচ্যাট: তিনটি পর্যন্ত চ্যাট পিন করে উপরে রাখা যায় এতে। বিশেষ চ্যাট সিলেক্ট করে স্ক্রিনের উপরে পিন আইকনে ক্লিক করলেই হয়ে যাবে এটি। ফের ট্যাপ করে আনপিন করা যায়। আইফোনে ডানদিকে সোয়াইপ করতে হয় আনপিন করতে চাইলে।
অচেনা নম্বরের ক্ষেত্রে চ্যাট খুলে উপরে স্ক্রোল করলেই মিলবে অপশন। ভুল করে ব্লক করে ফেললে ফের ব্লকড কন্ট্যাক্টে গিয়ে সংশ্লিষ্ট নম্বরে লং প্রেস করতে হবে। আইফোন সেটিংসে অ্যাকাউন্ট প্রাইভেসিতে গিয়ে ‘ব্লকড’-এ গিয়ে অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে।
০৫১২
ডিলিট মেসেজ: চ্যাটে গিয়ে মেসেজের উপর ক্লিক (ট্যাপ অ্যান্ড হোল্ড)। স্ক্রিনের উপরে ‘ডিলিট (বাকেট)’ চিহ্নে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। ডিলিট ফর মি ও ডিলিট ফর এভরিওয়ান অপশন আসবে, সেই অনুযায়ী ডিলিট করা যাবে। আইফোনের ক্ষেত্রেও তাই।
০৬১২
মেসেজ বুকমার্ক করা: নির্দিষ্ট মেসেজে গিয়ে ক্লিক করে ‘স্টার মার্ক’ করা যাবে। হোয়াটসঅ্যাপে গিয়ে ‘মেনু’ বাটনে ক্লিক করলে ‘স্টার’ মেসেজ পাওয়া যাবে। মেসেজে গিয়ে সিলেক্ট করে স্টার ক্লিক করে বুকমার্ক সরানোও যাবে।
০৭১২
চ্যাট শর্টকাট: চ্যাটে গিয়ে মেনুতে ক্লিক করে অ্যাড শর্টকাট অপশন আসবে। এছাড়াও চ্যাটে গিয়ে সিলেক্ট করে মেনু ক্লিক করলেও আসবে শর্টকাট অপশন।
০৮১২
টু স্টেপ ভেরিফিকেশন: হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংস, অ্যাকাউন্ট, টু স্টেপ ভেরিফিকেশন এনাবেল করলেই ছয় সংখ্যার একটি পিন দিতে হবে। মেল আইডিও দিতে হয়। সেক্ষেত্রে পিন ভুলে গেলে সমস্যা হয় না।
০৯১২
মেসেজ হাইলাইটস করা: একটা অ্যাসটেরিক্স দিতে হবে টেক্সটের আগে বা পরে। ইটালিক্সের ক্ষেত্রে যোগ করতে হবে আন্ডারস্কোর।
হোয়াটসঅ্যাপের ভাষা বদল: সেটিংসে গিয়ে চ্যাট, অ্যাপ ল্যাঙ্গুয়েজ, তার পর ‘চুজ দ্য ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ান্ট টু সি’ অপশনে ক্লিক করতে হবে।
১২১২
ব্রডকাস্ট মেসেজ: বাড়িতে একটা পার্টি হলে বা আলাদা করে কয়েক জনকে কিছু জানাতে চাইলে ‘নিউ ব্রডকাস্ট’ ফিচারটি একমাত্র উপায়। তবে গ্রাহকের নম্বর সেভ থাকলে তবেই তিনি ব্রডকাস্ট মেসেজ পাবেন। চ্যাটে গিয়ে ব্রডকাস্ট লিস্ট, নিউ লিস্ট, তার পর অ্যাড কন্ট্যাক্টস-এ ক্লিক করতে হবে।