Have a look at the features of Samsung Galaxy A9 dgtl
samsung
এসে গেল স্যামসাং গ্যালাক্সি এ৯, বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে আছে ৬টি ক্যামেরা
বাজারে এল স্যামসাং গ্যালাক্সি। বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে কোয়াড রেয়ার ফেসিং ক্যামেরা রয়েছে।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৪:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
বাজারে এল স্যামসাং গ্যালাক্সি এ৯। বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে কোয়াড রেয়ার ফেসিং ক্যামেরা রয়েছে। অর্থাৎ চারটি ক্যামেরা রয়েছে পিছনেই। সামনে রয়েছে আরও দুটি। এর ফলে অনেক কিছুই ধরানো যাবে ক্যামেরার এক ফ্রেমে।
০২১০
মূল ক্যামেরাটি ২৪ মেগাপিক্সেল এএফ প্রাইমারি সেন্সর (এফ/১.৭) রয়েছে এতে। অর্থাৎ ছবি উঠবে ফাটাফাটি।
০৩১০
দূরের ছবির জন্য রয়েছে ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ২X অপটিক্যাল জুম (এফ/২.৪), ৮এ মেগাপিক্সেল সেন্সর, আল্ট্রা ওয়াইড ১২০ ডিগ্রি লেন্স এটি।
০৪১০
ডেপথ অব ফিল্ড ৫ মেগাপিক্সেল সেন্সর। যার ফলে বোকে এফেক্ট পাওয়া যাবে।
০৫১০
২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এফ/২.০ অ্যাপারচার রয়েছে নতুন ফোনটিতে। ফলে কম আলোয় আরও ঝকঝকে সেলফি উঠবে।