মহেন্দ্র নাথ পাণ্ড্যের দায়িত্বে দক্ষতা উন্নয়ন মন্ত্রক ও শিল্পোদ্যোগ মন্ত্রক।
২৩৩২
অরবিন্দ সবন্ত মন্ত্রিসভার নয়া মুখ। তিনি পেলেন ভারী শিল্প এবং বেসরকারি উদ্যোগ মন্ত্রকের দায়িত্ব।
২৪৩২
গিরিরাজ সিংহ বেগুসরাই থেকে কানহাইয়া কুমারকে পরাজিত করেছেন। গিরিরাজ পেলেন পশুপালন, ডেয়ারি ও মৎস্য দফতরের দায়িত্ব।
২৫৩২
গজেন্দ্র সিংহ শেখাওয়াত পেলেন জল শক্তি দফতরের দায়িত্ব।
২৬৩২
বাংলা থেকে বাবুল সুপ্রিয় পেলেন বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। দেবশ্রী চৌধুরী পেলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
২৭৩২
স্বাধীন প্রতিমন্ত্রী হিসাবে শ্রমিক ও নিয়োগ দফতরের দায়িত্ব সন্তোষকুমার গাংওয়ারের। রাও ইন্দ্রজিৎ সিংহ পরিসংখ্যান ও কর্মসূচি রুপায়ণ, পরিকল্পনা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে। শ্রীপদ নায়েক আয়ুর্বেদ, যোগ, নেচারোপ্যাথি, ইউনানি, হোমিওপ্যাথি ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী।
২৮৩২
জিতেন্দ্র সিংহ উত্তর-পূর্ব ভারত উন্নয়ন, প্রধানমন্ত্রীর দফতর, কর্মিবর্গ, গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ, মহাকাশ, পরমাণু দফতরের স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। কিরেন রিজিজু যুবকল্যাণ, ক্রীড়া, সংখ্যালঘু দফতরের স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। প্রহ্লাদ সিংহ পটেল সংস্কৃতি, পর্যটনের স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্বে।
২৯৩২
রাজ কুমার সিংহ বিদ্যুৎ, পুনর্ব্যবহারযোগ্য শক্তি, দক্ষতা, শিল্পোদ্যোগের স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্বে। হরদীপ সিংহ পুরী আবাসন, নগরোন্নয়ন, অসামরিক বিমান পরিবহণ, শিল্প-বাণিজ্য দফতরের স্বাধীন প্রতিমন্ত্রী। মনসুখ এল মাণ্ডব্য জাহাজ, রাসায়নিক ও সার দফতরের স্বাধীন প্রতিমন্ত্রী।