Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Suryakumar Yadav

হার মানছেন না দুই তারকা, অস্ত্রোপচারের পর মাঠে নামতে মরিয়া জাতীয় দলের ব্যাটার, জোরে বোলারও

মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের আশা তাঁকে খেলতে দেখা যেতে পারে আসন্ন আইপিএল মরসুমে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৭
Share: Save:
০১ ১২
সামনেই আইপিএল। তার আগে চিন্তায় ছিলেন সূর্যকুমার যাদবের ভক্তরা। গোড়ালিতে চোট পেয়ে খেলা থেকে দূরে ছিলেন তিনি। তবে এখন তিনি দ্রুত সুস্থতার পথে। হালকা প্র্যাকটিসও শুরু করেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।

সামনেই আইপিএল। তার আগে চিন্তায় ছিলেন সূর্যকুমার যাদবের ভক্তরা। গোড়ালিতে চোট পেয়ে খেলা থেকে দূরে ছিলেন তিনি। তবে এখন তিনি দ্রুত সুস্থতার পথে। হালকা প্র্যাকটিসও শুরু করেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।

০২ ১২
সমাজমাধ্যম সূত্রে জানা যায় অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমারের। এখন তাঁর একটাই লক্ষ্য, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা। মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তদের আশা, তাঁকে খেলতে দেখা যাবে আসন্ন আইপিএল মরসুমে।

সমাজমাধ্যম সূত্রে জানা যায় অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমারের। এখন তাঁর একটাই লক্ষ্য, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা। মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তদের আশা, তাঁকে খেলতে দেখা যাবে আসন্ন আইপিএল মরসুমে।

০৩ ১২
এই বছর জানুয়ারি মাসে জার্মানিতে অস্ত্রোপচার হয় সূর্যকুমারের। সেই সময় তাঁর কুঁচকিতে চোট ছিল। সেখানেই অস্ত্রোপচার হয়েছিল।

এই বছর জানুয়ারি মাসে জার্মানিতে অস্ত্রোপচার হয় সূর্যকুমারের। সেই সময় তাঁর কুঁচকিতে চোট ছিল। সেখানেই অস্ত্রোপচার হয়েছিল।

০৪ ১২
পরে তাঁর গোড়ালিতে চোট লাগে। এখন সেখানে অস্ত্রোপচার করা হয়েছে।

পরে তাঁর গোড়ালিতে চোট লাগে। এখন সেখানে অস্ত্রোপচার করা হয়েছে।

০৫ ১২
সূর্যকুমার হুইলচেয়ারে বসে নিজের একটি ছবি পোস্ট করে বলেন, “আমার স্বাস্থ্য নিয়ে যাঁরা উদ্বিগ্ন ছিলেন, যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আমি সুস্থ আছি। খুব তাড়াতাড়ি মাঠে ফিরব।”

সূর্যকুমার হুইলচেয়ারে বসে নিজের একটি ছবি পোস্ট করে বলেন, “আমার স্বাস্থ্য নিয়ে যাঁরা উদ্বিগ্ন ছিলেন, যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আমি সুস্থ আছি। খুব তাড়াতাড়ি মাঠে ফিরব।”

০৬ ১২
ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সূর্য। ভারতের হয়ে এক দিনের বিশ্বকাপেও খেলেছেন।

ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সূর্য। ভারতের হয়ে এক দিনের বিশ্বকাপেও খেলেছেন।

০৭ ১২
টেস্ট বা এক দিনের ক্রিকেটে সে ভাবে নজর কাড়তে না পারলেও টি-টোয়েন্টি ক্রিকেটে দেশকে নেতৃত্বও দিয়েছেন সূর্যকুমার।

টেস্ট বা এক দিনের ক্রিকেটে সে ভাবে নজর কাড়তে না পারলেও টি-টোয়েন্টি ক্রিকেটে দেশকে নেতৃত্বও দিয়েছেন সূর্যকুমার।

০৮ ১২
অস্ত্রোপচার হয়েছে মহম্মদ শামিরও। তিনিও সমাজমাধ্যমে পোস্ট করে সে কথা জানিয়েছেন।

অস্ত্রোপচার হয়েছে মহম্মদ শামিরও। তিনিও সমাজমাধ্যমে পোস্ট করে সে কথা জানিয়েছেন।

০৯ ১২
সোমবার রাতে ভারতীয় পেসার নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি।

সোমবার রাতে ভারতীয় পেসার নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি।

১০ ১২
শামি লেখেন, “আমার গোড়ালির অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে। সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আবার নিজের পায়ে দাঁড়ানোর জন্য অপেক্ষা করছি।”

শামি লেখেন, “আমার গোড়ালির অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে। সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আবার নিজের পায়ে দাঁড়ানোর জন্য অপেক্ষা করছি।”

১১ ১২
বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়েছিলেন শামি। এ বারের এক দিনের বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি।

বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়েছিলেন শামি। এ বারের এক দিনের বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি।

১২ ১২
যদিও শুরু থেকে খেলানো হয়নি শামিকে। হার্দিক পাণ্ড্য চোট পেয়ে বাদ পড়ার পর দলে জায়গা হয়েছিল শামির। তাতেই ব্যাটারদের চিন্তার কারণ হয়ে উঠেছিলেন তিনি।

যদিও শুরু থেকে খেলানো হয়নি শামিকে। হার্দিক পাণ্ড্য চোট পেয়ে বাদ পড়ার পর দলে জায়গা হয়েছিল শামির। তাতেই ব্যাটারদের চিন্তার কারণ হয়ে উঠেছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE