mi batsman suryakumar Yadav is on the way of recovering from his ankle wound and might join ipl this season dgtl
Suryakumar Yadav
হার মানছেন না দুই তারকা, অস্ত্রোপচারের পর মাঠে নামতে মরিয়া জাতীয় দলের ব্যাটার, জোরে বোলারও
মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের আশা তাঁকে খেলতে দেখা যেতে পারে আসন্ন আইপিএল মরসুমে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
সামনেই আইপিএল। তার আগে চিন্তায় ছিলেন সূর্যকুমার যাদবের ভক্তরা। গোড়ালিতে চোট পেয়ে খেলা থেকে দূরে ছিলেন তিনি। তবে এখন তিনি দ্রুত সুস্থতার পথে। হালকা প্র্যাকটিসও শুরু করেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।
০২১২
সমাজমাধ্যম সূত্রে জানা যায় অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমারের। এখন তাঁর একটাই লক্ষ্য, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা। মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তদের আশা, তাঁকে খেলতে দেখা যাবে আসন্ন আইপিএল মরসুমে।
০৩১২
এই বছর জানুয়ারি মাসে জার্মানিতে অস্ত্রোপচার হয় সূর্যকুমারের। সেই সময় তাঁর কুঁচকিতে চোট ছিল। সেখানেই অস্ত্রোপচার হয়েছিল।
০৪১২
পরে তাঁর গোড়ালিতে চোট লাগে। এখন সেখানে অস্ত্রোপচার করা হয়েছে।
০৫১২
সূর্যকুমার হুইলচেয়ারে বসে নিজের একটি ছবি পোস্ট করে বলেন, “আমার স্বাস্থ্য নিয়ে যাঁরা উদ্বিগ্ন ছিলেন, যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আমি সুস্থ আছি। খুব তাড়াতাড়ি মাঠে ফিরব।”
০৬১২
ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সূর্য। ভারতের হয়ে এক দিনের বিশ্বকাপেও খেলেছেন।
০৭১২
টেস্ট বা এক দিনের ক্রিকেটে সে ভাবে নজর কাড়তে না পারলেও টি-টোয়েন্টি ক্রিকেটে দেশকে নেতৃত্বও দিয়েছেন সূর্যকুমার।
০৮১২
অস্ত্রোপচার হয়েছে মহম্মদ শামিরও। তিনিও সমাজমাধ্যমে পোস্ট করে সে কথা জানিয়েছেন।
০৯১২
সোমবার রাতে ভারতীয় পেসার নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি।
১০১২
শামি লেখেন, “আমার গোড়ালির অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে। সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আবার নিজের পায়ে দাঁড়ানোর জন্য অপেক্ষা করছি।”
১১১২
বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়েছিলেন শামি। এ বারের এক দিনের বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি।
১২১২
যদিও শুরু থেকে খেলানো হয়নি শামিকে। হার্দিক পাণ্ড্য চোট পেয়ে বাদ পড়ার পর দলে জায়গা হয়েছিল শামির। তাতেই ব্যাটারদের চিন্তার কারণ হয়ে উঠেছিলেন তিনি।