Advertisement
০৫ নভেম্বর ২০২৪
monsoon

বর্ষায় ঘর-বাড়ির যত্ন নিয়ে চিন্তায়? রইল উপায়

বৃষ্টি বাদলের মরসুমে ঠিক কী উপায়ে ঘরবাড়ি রাখবেন নতুনের মতো ঝকঝকে? জেনে নিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ১২:১১
Share: Save:
০১ ০৭
বর্ষা মানেই কেবল ইলিশ আর মেঘলা আকাশ দেখে আনকোরা মনকেমন নয়, বরং গৃহস্থের কাছে বর্ষা বেশ চিন্তারও। ঘর-বাড়ি পরিষ্কার করা থেকে জামাকাপড়ের যত্ন— সবেতেই প্রয়োজন অতিরিক্ত মুনশিয়ানার। কাদার ছাপ, স্যাঁতসেঁতে মেঝে, আধভিজে পোশাকের হাত থেকে পরিত্রাণ পেয়ে এই বাদল দিনে ঠিক কী উপায়ে ঘরবাড়ি রাখবেন নতুনের মতো ঝকঝকে? জেনে নিন। ছবি: শাটারস্টক।

বর্ষা মানেই কেবল ইলিশ আর মেঘলা আকাশ দেখে আনকোরা মনকেমন নয়, বরং গৃহস্থের কাছে বর্ষা বেশ চিন্তারও। ঘর-বাড়ি পরিষ্কার করা থেকে জামাকাপড়ের যত্ন— সবেতেই প্রয়োজন অতিরিক্ত মুনশিয়ানার। কাদার ছাপ, স্যাঁতসেঁতে মেঝে, আধভিজে পোশাকের হাত থেকে পরিত্রাণ পেয়ে এই বাদল দিনে ঠিক কী উপায়ে ঘরবাড়ি রাখবেন নতুনের মতো ঝকঝকে? জেনে নিন। ছবি: শাটারস্টক।

০২ ০৭
বর্ষা আসার মুখেই ভাল দেখে নিন বাড়ির ছাদ, মেঝে ও দুই দেওয়ালের সংযোগস্থলগুলো। কোথাও কোনও ফাটল বা আর্দ্রতা জমতে দেখলে দ্রুত ব্যবস্থা নিন।  প্রতি বছর বাড়ি রং করার অভ্যাস থাকলে বর্ষার আগেই তা সেরে ফেলুন। রং করার উপায় না থাকলে অন্তত প্রাইমার কিংবা হোয়াইট ওয়াশ করাতে পারেন। মেঝেরও প্রয়োজনীয় মেরামত করান। ছবি: শাটারস্টক।

বর্ষা আসার মুখেই ভাল দেখে নিন বাড়ির ছাদ, মেঝে ও দুই দেওয়ালের সংযোগস্থলগুলো। কোথাও কোনও ফাটল বা আর্দ্রতা জমতে দেখলে দ্রুত ব্যবস্থা নিন। প্রতি বছর বাড়ি রং করার অভ্যাস থাকলে বর্ষার আগেই তা সেরে ফেলুন। রং করার উপায় না থাকলে অন্তত প্রাইমার কিংবা হোয়াইট ওয়াশ করাতে পারেন। মেঝেরও প্রয়োজনীয় মেরামত করান। ছবি: শাটারস্টক।

০৩ ০৭
কার্পেট গুটিয়েই রাখুন এই ঋতুতে। এতে কাদার দাগ বা বার বার ভিজে যাওয়ার হাত থেকেও  রক্ষা করা যাবে কার্পেটকে। এমনিতেই ভারী কার্পেট পরিষ্কার করা খুব কষ্টসাধ্য। বর্ষায় সে ঝামেলা না বাড়ানোই বুদ্ধিমানের কাজ। একান্তই প্রয়োজন পড়লে কিনে ফেলুন স্পঞ্জি, জল শোষণ ক্ষমতাযুক্ত কার্পেট। কেবল বর্ষাতেই ব্যবহার করুন  সে সব। ছবি:শাটারস্টক।

কার্পেট গুটিয়েই রাখুন এই ঋতুতে। এতে কাদার দাগ বা বার বার ভিজে যাওয়ার হাত থেকেও রক্ষা করা যাবে কার্পেটকে। এমনিতেই ভারী কার্পেট পরিষ্কার করা খুব কষ্টসাধ্য। বর্ষায় সে ঝামেলা না বাড়ানোই বুদ্ধিমানের কাজ। একান্তই প্রয়োজন পড়লে কিনে ফেলুন স্পঞ্জি, জল শোষণ ক্ষমতাযুক্ত কার্পেট। কেবল বর্ষাতেই ব্যবহার করুন সে সব। ছবি:শাটারস্টক।

০৪ ০৭
দরজা ও জানলার ধার থেকে কিছুটা দূরে সরিয়ে ফেলুন সমস্ত কাঠের আসবাবকে। জলের ঝাঁট থেকে বাঁচাতে এটাই সেরা উপায়। বাড়িতে কাঠের কাজ  চললে তা শেষ করুন বর্ষা পড়ার আগেই। আলমারির ভিতর স্যাঁতসেঁতে ভাব কাটাতে রাখুন বীজানুনাশক ন্যাপথলিন। খানিকটা নিমপাতাও রাখতে পারেন, নিম জলীয় ভাব কাটায় আর জোলো গন্ধ রুখতে সাহায্য করে। ছবি: শাটারস্টক।

দরজা ও জানলার ধার থেকে কিছুটা দূরে সরিয়ে ফেলুন সমস্ত কাঠের আসবাবকে। জলের ঝাঁট থেকে বাঁচাতে এটাই সেরা উপায়। বাড়িতে কাঠের কাজ চললে তা শেষ করুন বর্ষা পড়ার আগেই। আলমারির ভিতর স্যাঁতসেঁতে ভাব কাটাতে রাখুন বীজানুনাশক ন্যাপথলিন। খানিকটা নিমপাতাও রাখতে পারেন, নিম জলীয় ভাব কাটায় আর জোলো গন্ধ রুখতে সাহায্য করে। ছবি: শাটারস্টক।

০৫ ০৭
সব কিছু না কেচে আস্থা রাখুন ড্রাই ক্লিনিংয়ে। এমনিতেই বর্ষায় পোশাক শুকনো রাখা বড় দায়, আর ভাল করে না শুকোলে দুর্গন্ধ ছড়াবে অচিরেই। তাই রোজের কাচাকুচি কমান। যেটুকু না কাচলেই নয়, সেটুকুই কাচুন। রোজের আবহাওয়ার উপর নির্ভর করেও এই সিদ্ধান্ত নিতে পারেন। ছবি: পিক্সঅ্যাবে।।

সব কিছু না কেচে আস্থা রাখুন ড্রাই ক্লিনিংয়ে। এমনিতেই বর্ষায় পোশাক শুকনো রাখা বড় দায়, আর ভাল করে না শুকোলে দুর্গন্ধ ছড়াবে অচিরেই। তাই রোজের কাচাকুচি কমান। যেটুকু না কাচলেই নয়, সেটুকুই কাচুন। রোজের আবহাওয়ার উপর নির্ভর করেও এই সিদ্ধান্ত নিতে পারেন। ছবি: পিক্সঅ্যাবে।।

০৬ ০৭
প্রয়োজন পড়লে বর্ষা আসার আগেই সম্ভব হলে একজন বিশেষজ্ঞ কারিগরের সঙ্গে যোগাযোগ করুন। গোটা বাড়ির অবস্থান ও পরিস্থিতি  বুঝে তিনিই উপযুক্ত পরামর্শ দিতে সক্ষম হবেন। তাঁর উপদেশ মেনে নিন জরুরি ব্যবস্থা। বাড়ির মেরামতি বা নিষ্কাশন ব্যবস্থাকে জোরদার করতে এও এক ভাল উপায়। ছবি: শাটারস্টক।

প্রয়োজন পড়লে বর্ষা আসার আগেই সম্ভব হলে একজন বিশেষজ্ঞ কারিগরের সঙ্গে যোগাযোগ করুন। গোটা বাড়ির অবস্থান ও পরিস্থিতি বুঝে তিনিই উপযুক্ত পরামর্শ দিতে সক্ষম হবেন। তাঁর উপদেশ মেনে নিন জরুরি ব্যবস্থা। বাড়ির মেরামতি বা নিষ্কাশন ব্যবস্থাকে জোরদার করতে এও এক ভাল উপায়। ছবি: শাটারস্টক।

০৭ ০৭
জোলো ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাড়ির সদস্যদের স্বাস্থ্যের বিষয়টিও মাথায় রাখুন। ভুল করেও জল জমতে দেবেন না আশপাশে। মশা ও অন্যান্য পোকামাকড় রুখতে পেস্টিসাইড ব্যবহার করুন। এক দিন অন্তর ব্লিচিং পাউডার ও কার্বলিক অ্যাসিড ছড়ান বাড়ির চারপাশে। ছবি: শাটারস্টক।

জোলো ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাড়ির সদস্যদের স্বাস্থ্যের বিষয়টিও মাথায় রাখুন। ভুল করেও জল জমতে দেবেন না আশপাশে। মশা ও অন্যান্য পোকামাকড় রুখতে পেস্টিসাইড ব্যবহার করুন। এক দিন অন্তর ব্লিচিং পাউডার ও কার্বলিক অ্যাসিড ছড়ান বাড়ির চারপাশে। ছবি: শাটারস্টক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE