পুরনো ভুলত্রুটি শুধরে নতুন বছরে জীবনের পথ আরও সুগম করে তুলতেই ‘নিউ ইয়ার রেজলিউশন’নিয়ে থাকেন বেশির ভাগ মানুষ। যদিও তারঅনেকটাইবছরের মাঝপথে এসে আমরা রক্ষা করতে পারি না। তাই ভারী কোনও প্রতিজ্ঞা নেওয়ার দরকার নেই। বরং প্রতি দিনের রোজনামচায় কোনও কোনও স্বভাব বদলে ফেললেই এ বছরটা আরও সুন্দর ও সফল হয়ে উঠতে পারে।
লো কার্বস ডায়েট মানব কিংবা কড়া নিয়মে বাঁধব নিজেকে— এ সব কঠিন ও অসম্ভব প্রতিজ্ঞা করে ফেলার কোনও দরকার নেই। বরং আপনি আমিষাশী হলে সপ্তাহে একটা দিন নিরামিষ খেতে শুরু করুন। এমনিতেই সারা সপ্তাহ প্রচুর মাছ-মাংস খাওয়া চলে, তাই একটা দিন পাকস্থলীকে একটুকম পরিশ্রম করান। এতে শরীর অনেকটাই ভাল থাকবে। হজমক্ষমতাও বাড়বে।