Koffee with Karan controversy between Tusshar kapoor and Preity Zinta dgtl
Bollywood Controversy
Bollywood controversy: জনপ্রিয় অনুষ্ঠানে কুরুচিকর মন্তব্য! প্রীতি জিন্টার কাছে ক্ষমা চাইতে হয় বলিউডের তারকা-পুত্রকে
‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে মজা করে উত্তর দিতে গিয়েই বিপাকে পড়েন অভিনেতা তুষার কপূর। শেষে প্রীতি জিন্টার কাছে ক্ষমাও চাইতে হয় তাঁকে।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৩:১৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
কর্ণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ কর্ণ’। বি-টাউনের বহু তারকাকে আমন্ত্রণ জানিয়ে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন পরিচালক ও প্রযোজক কর্ণ।
০২১৪
কখনও কখনও মজার ছলে এমন প্রশ্ন করা হয়, যা নিয়ে তারকাদের মধ্যে ঠান্ডা লড়াই চলতে থাকে। বলিউডের বহু বিতর্কের সৃষ্টি এই অনুষ্ঠান থেকেই।
০৩১৪
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর এই অনুষ্ঠানে আসা বহু তারকার মন্তব্য নিয়ে জলঘোলা হয়। সুশান্তের মানসিক অবসাদের পিছনে ইন্ডাস্ট্রিকে দায়ী করেন দর্শকরা।
০৪১৪
স্বজনপোষণ নিয়েও প্রশ্ন ওঠে অনেকের মনে। তবে এ ধরনের বিতর্কের শুরু এখন নয়। ২০০৪ সাল থেকে কর্ণ এই অনুষ্ঠান করছেন। তখন থেকেই অধিকাংশ ‘বলিউড গসিপ’-এর অন্যতম কেন্দ্র ‘কফি উইথ কর্ণ’।
০৫১৪
২০১১ সালেও এই অনুষ্ঠানের কারণেই দুই বলি তারকার মধ্যে ভুল বোঝাবুঝি হয়। পরে তা এমন বাড়াবাড়ির জায়গায় পৌঁছয় যে, কর্ণকে অনুষ্ঠানের একটি পর্ব থেকে কিছু অংশ বাদও দিতে হয়েছিল।
০৬১৪
‘গোলমাল’ ছবিতে লাকির চরিত্রে অভিনয় করে সেই সময় দর্শকদের মন কেড়েছিলেন তুষার কপূর। কর্ণের এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন তুষার।
০৭১৪
প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তিনি অভিনেতাকে কয়েকটি শব্দ বলতে শুরু করেন, যে শব্দগুলি শোনার পর বলিউডের যে তারকার কথা তুষারের মনে আসবে, তার নামই বলতে হবে। অনেকটা ‘র্যাপিড ফায়ার’ খেলার মতো।
০৮১৪
কর্ণ বলতে শুরু করেন, ‘বোটক্স’, ‘সার্জারি’, ‘ফিলার্স’ প্রভৃতি শব্দ। তুষার মুহূর্তের মধ্যেই অভিনেত্রী প্রীতি জিন্টার নাম করেন। প্রীতি তখন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু তুষারের মুখে অভিনেত্রীর নাম আসায় তাঁর পিআর টিমের সদস্যরা প্রীতিকে পুরো বিষয়টি জানান।
০৯১৪
প্রীতিও এই মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ হন। কর্ণ তাঁর কাছের বন্ধু হওয়ায় তাঁকে পর্বটি থেকে নির্দিষ্ট অংশটুকু বাদ দিতে অনুরোধ করেন। এমনকি তুষারের সঙ্গে যোগাযোগ করে প্রীতি জানতে চান, এমন মন্তব্য করার পিছনে কারণ কী?
১০১৪
তুষার জানান, তাঁর প্রিয় অভিনেত্রীদের মধ্যে প্রীতি অন্যতম। তাঁকে নিয়ে কোনও কুমন্তব্য তিনি করতেই পারেন না। সেই সময় একটি পত্রিকার কভারে প্রীতির ছবি ছিল এবং তুষার এই অনুষ্ঠানে যাওয়ার আগে পত্রিকাটি দেখেছিলেন।
১১১৪
কর্ণ হঠাৎ এই প্রশ্ন করায় তুষারের মনে সবার প্রথমে প্রীতির মুখ ভেসে ওঠে। তাই তিনিও মুখ ফসকে বলে ফেলেন। তুষার এমনও বলেন যে, ‘বোটক্স’ শব্দের অর্থও তিনি জানেন না।
১২১৪
প্রীতিকে আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। তুষার এই ঘটনায় খুবই দুঃখিত। অভিনেত্রীর কাছে বার বার ক্ষমা চান তিনি।
১৩১৪
তুষারের মতে, কর্ণের এই অনুষ্ঠানটি দর্শকদের বিনোদনের জন্য। অতিথি হিসাবে তিনিও মজা করেই উত্তর দিয়েছেন। তিনি ব্যক্তিগত ভাবে কাউকে আঘাত করতে চাননি।
১৪১৪
শেষ পর্যন্ত কর্ণ তুষারের মন্তব্যটি অনুষ্ঠান থেকে বাদ দেন। প্রীতি জিন্টার মতে, তুষার কখনও তাঁর সঙ্গে কাজ করেননি। তাই কিছু না জেনে এত জনপ্রিয় একটি অনুষ্ঠানে এ রকম মন্তব্য করা উচিত হয়নি তুষারের।