কোনও বিশ্বস্ত সোর্স থেকেই ই-ওয়ালেটের অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন।<br> ডাউনলোড করার আগে সেই অ্যাপের রিভিউ এবং রেটিং যাচাই করে নেবেন।<br> দেখে নেবেন ওই অ্যাপ কতটা আপনার তথ্য গোপন রাখতে পারবে।
নোট বাতিলের পর পরই ই-ওয়ালেটের ব্যবহার অনেক গুণ বেড়ে গিয়েছে। বেশিরভাগ দোকানেই চোখে পড়ে পেটিএম-এর বোর্ড ঝুলছে। ই-ওয়ালেট ব্যবহারের যেমন সুবিধা রয়েছে, তেমনই ঝুঁকিও রয়েছে। কারণ, আপনার লেনদেনের দিকেই হয়তো ওত পেতে বসে রয়েছেন হাজারো হ্যাকার। তাই খুব সাবধানে ব্যবহার করা উচিত ই-ওয়ালেট। এই ভাবে নিজের অ্যাকাউন্টকে সুরক্ষিত করে তুলুন:
আরও পড়ুন: শীতের শেষে বরফ উপভোগ করতে চলে যান ভারতের এই জায়গাগুলোয়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy