Jay Shah clarifies the BCCI's position on playing or hosting pink ball tests dgtl
Pink Ball Test
গোলাপি বলে খেলবে না ভারত! কিন্তু কেন? বোর্ডের মত স্পষ্ট করলেন জয় শাহ
ভারতের পুরুষ বা মহিলা কোনও দলেরই দিন-রাতের টেস্ট রাখা হয়নি। জানা গিয়েছে, গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ কমছে ভারতীয় বোর্ডের।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
২০২৪ সালে একটিও দিন-রাতের টেস্ট খেলবে না ভারতীয় দল। জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৪-এ গোলাপি বলের ক্রিকেটে অংশগ্রহণ করবে না কোনও ভারতীয় দল।
০২১১
পরের বছর ভারত একটিও দিন-রাতের টেস্ট খেলবে না। পুরুষ বা মহিলা কোনও দলেরই দিন-রাতের টেস্ট রাখা হয়নি।
০৩১১
জানা গিয়েছে, গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ কমছে ভারতীয় বোর্ডের। তারা এই ধরনের টেস্ট আয়োজন করতে বা খেলতে খুব একটা উদ্যোগী নয়।
০৪১১
মূলত দ্রুত এই টেস্টের ফয়সালা হয়ে যাওয়ার কারণেই আপাতত দিন-রাতের টেস্ট না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছবি: টুইটার
০৫১১
মেয়েদের আইপিএলের নিলামে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এ ব্যাপারে বিসিসিআইয়ের অভিমত স্পষ্ট করে দিয়েছেন সচিব জয় শাহ।
০৬১১
তিনি বলেছেন, “মানুষের মধ্যে গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ বাড়াতে হবে। আপনাদের মনে থাকবে, বেশির ভাগ ম্যাচই দু’-তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকে চায় টেস্ট ম্যাচ গড়াক চার-পাঁচ দিন। যদি সেই ব্যাপারটা নিশ্চিত হয়, তা হলে আমরা আরও বেশি গোলাপি বলের টেস্ট আয়োজন করতে পারি।”
০৭১১
জয় শাহের সংযোজন, “শেষ বার গোলাপি বলের টেস্ট আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। তার পর থেকে কেউই আগ্রহ দেখায়নি।
০৮১১
আমরা ইংল্যান্ডের সঙ্গে দিন-রাতের টেস্ট নিয়ে কথা বলেছিলাম। তবে রাতারাতি হবে না। ধীরে ধীরে এগোতে হবে।”
০৯১১
এখনও পর্যন্ত ভারতীয় দল চারটি গোলাপি বলের টেস্ট খেলেছে। জিতেছে তিনটি, হেরেছে একটি।
১০১১
শেষ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্ট খেলেছিল তারা। সেই ম্যাচও শেষ হয়েছিল তিন দিনে।
১১১১
মহিলা দল গোলাপি বলের এক মাত্র টেস্টটি খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২১ সালে।