Advertisement
২২ নভেম্বর ২০২৪
T20 World Cup 2022

ভুবনেশ্বর, অশ্বিন, কার্তিক... টি২০ বিশ্বকাপেই কি ‘ইনিংস শেষ’ হল এই ৬ ভারতীয়ের?

ইংল্যান্ডের কাছে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। অ্যাডিলেডের মাঠে শুধু স্বপ্নভঙ্গই হল না, সেই সঙ্গে টি২০ বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্ন হয়তো চিরতরে অধরা থেকে গেল ৬ ভারতীয়ের।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৮:২৮
Share: Save:
০১ ১৯
এ বারও টি২০ বিশ্বকাপ অধরা থেকে গেল ভারতের। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে কার্যত গোহারা হলেন রোহিত, বিরাটরা। দশ উইকেটে ভারতকে পর্যুদস্ত করল ইংল্যান্ড।

এ বারও টি২০ বিশ্বকাপ অধরা থেকে গেল ভারতের। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে কার্যত গোহারা হলেন রোহিত, বিরাটরা। দশ উইকেটে ভারতকে পর্যুদস্ত করল ইংল্যান্ড।

ছবি: সংগৃহীত।

০২ ১৯
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সামনে ১৬৯ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে ভারত। সহজেই সেই রান তুলে জয় ছিনিয়ে নিয়েছেন জস বাটলাররা। তাঁদের একটি উইকেটও ফেলতে পারেননি অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিরা।

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সামনে ১৬৯ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে ভারত। সহজেই সেই রান তুলে জয় ছিনিয়ে নিয়েছেন জস বাটলাররা। তাঁদের একটি উইকেটও ফেলতে পারেননি অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিরা।

ছবি: সংগৃহীত।

০৩ ১৯
এ দিকে প্রথম সেমিফাইনালে নিউজ়িল্যান্ডকে হারিয়ে আগেই ফাইনালে চলে গিয়েছে পাকিস্তান। অনেকেই ফাইনালে ভারত বনাম পাকিস্তানের লড়াই দেখতে চেয়েছিলেন। সেই আশাভঙ্গ হল অ্যাডিলেডের মাঠে। বাবরদের সঙ্গে ভারতের ফাইনাল খেলা হল না আর।

এ দিকে প্রথম সেমিফাইনালে নিউজ়িল্যান্ডকে হারিয়ে আগেই ফাইনালে চলে গিয়েছে পাকিস্তান। অনেকেই ফাইনালে ভারত বনাম পাকিস্তানের লড়াই দেখতে চেয়েছিলেন। সেই আশাভঙ্গ হল অ্যাডিলেডের মাঠে। বাবরদের সঙ্গে ভারতের ফাইনাল খেলা হল না আর।

ছবি: সংগৃহীত।

০৪ ১৯
অ্যাডিলেডের মাঠে বৃহস্পতিবার শুধু ভারতের স্বপ্নভঙ্গই হল না, সেই সঙ্গে টি২০ বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্ন হয়তো চিরকালের মতো অধরা থেকে গেল ভারতীয় দলের কয়েক জন খেলোয়াড়ের।

অ্যাডিলেডের মাঠে বৃহস্পতিবার শুধু ভারতের স্বপ্নভঙ্গই হল না, সেই সঙ্গে টি২০ বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্ন হয়তো চিরকালের মতো অধরা থেকে গেল ভারতীয় দলের কয়েক জন খেলোয়াড়ের।

ছবি: সংগৃহীত।

০৫ ১৯
২০২৪ সালে পরবর্তী কুড়ি ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকায়। এ বারের বিশ্বকাপ দলের বেশ কয়েক জন রথী-মহারথীকে পরের বিশ্বকাপে আর দেখা যাবে না। তার আগেই হয়তো অবসর নিয়ে নেবেন তাঁরা।

২০২৪ সালে পরবর্তী কুড়ি ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকায়। এ বারের বিশ্বকাপ দলের বেশ কয়েক জন রথী-মহারথীকে পরের বিশ্বকাপে আর দেখা যাবে না। তার আগেই হয়তো অবসর নিয়ে নেবেন তাঁরা।

ছবি: সংগৃহীত।

০৬ ১৯
বিরাট কোহলি— বৃহস্পতিবারের ম্যাচে দল হারলেও চেনা ছন্দে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। ৪০ বলে ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ৪টি চার এবং ১টি ছয়। ভারতীয় দলে সেমিফাইনালের ইতিবাচক প্রাপ্তি বিরাটের অর্ধশতরান।

বিরাট কোহলি— বৃহস্পতিবারের ম্যাচে দল হারলেও চেনা ছন্দে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। ৪০ বলে ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ৪টি চার এবং ১টি ছয়। ভারতীয় দলে সেমিফাইনালের ইতিবাচক প্রাপ্তি বিরাটের অর্ধশতরান।

ছবি: সংগৃহীত।

০৭ ১৯
বিরাট ইতিমধ্যে কুড়ি ওভারের ক্রিকেটে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। বিশ্বকাপের মঞ্চেও হয়তো কোহলিকে আর দেখা যাবে না। অ্যাডিলেডে সেমিফাইনাল থেকে ভারতের বিদায় কি বিরাটের টি২০ ইনিংসেও ইতি টেনে দিল? তেমনটাই আশঙ্কা অনেকের।

বিরাট ইতিমধ্যে কুড়ি ওভারের ক্রিকেটে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। বিশ্বকাপের মঞ্চেও হয়তো কোহলিকে আর দেখা যাবে না। অ্যাডিলেডে সেমিফাইনাল থেকে ভারতের বিদায় কি বিরাটের টি২০ ইনিংসেও ইতি টেনে দিল? তেমনটাই আশঙ্কা অনেকের।

ছবি: সংগৃহীত।

০৮ ১৯
রোহিত শর্মা— সেমিফাইনালে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি রোহিত শর্মা। ২৮ বলে ২৭ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। নামের পাশে রয়েছে মাত্র চারটি বাউন্ডারি। তাঁর নেতৃত্বে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখ থুবড়ে পড়েছে ভারত।

রোহিত শর্মা— সেমিফাইনালে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি রোহিত শর্মা। ২৮ বলে ২৭ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। নামের পাশে রয়েছে মাত্র চারটি বাউন্ডারি। তাঁর নেতৃত্বে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখ থুবড়ে পড়েছে ভারত।

ছবি: সংগৃহীত।

০৯ ১৯
অনেকে মনে করছেন, রোহিতেরও এটাই শেষ বিশ্বকাপ। কুড়ি ওভারের বিশ্বকাপে আর হয়তো দেখা যাবে না ব্যাট হাতে রোহিতের ম্যাজিক। ৩৫ বছরের এই খেলোয়াড় আগামী ২ বছরে টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন।

অনেকে মনে করছেন, রোহিতেরও এটাই শেষ বিশ্বকাপ। কুড়ি ওভারের বিশ্বকাপে আর হয়তো দেখা যাবে না ব্যাট হাতে রোহিতের ম্যাজিক। ৩৫ বছরের এই খেলোয়াড় আগামী ২ বছরে টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন।

ছবি: সংগৃহীত।

১০ ১৯
দীনেশ কার্তিক— সেমিফাইনালে কার্তিক খেলেননি। তাঁর পরিবর্তে ঋষভ পন্থকে সেমিফাইনালের উইকেটরক্ষক হিসাবে বেছে নিয়েছিলেন অধিনায়ক রোহিত। তবে অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপে আগের ম্যাচগুলিতে সুযোগ পেয়েছিলেন কার্তিক। দাগ কাটতে পারেননি।

দীনেশ কার্তিক— সেমিফাইনালে কার্তিক খেলেননি। তাঁর পরিবর্তে ঋষভ পন্থকে সেমিফাইনালের উইকেটরক্ষক হিসাবে বেছে নিয়েছিলেন অধিনায়ক রোহিত। তবে অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপে আগের ম্যাচগুলিতে সুযোগ পেয়েছিলেন কার্তিক। দাগ কাটতে পারেননি।

ছবি: সংগৃহীত।

১১ ১৯
৩৭ বছরের কার্তিক ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে ফের খেলার সুযোগ পাবেন, এমনটা জোর দিয়ে বলতে পারছেন না প্রায় কেউই। কার্তিকও হয়তো আগামী বিশ্বকাপের আগেই স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে ফেলবেন।

৩৭ বছরের কার্তিক ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে ফের খেলার সুযোগ পাবেন, এমনটা জোর দিয়ে বলতে পারছেন না প্রায় কেউই। কার্তিকও হয়তো আগামী বিশ্বকাপের আগেই স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে ফেলবেন।

ছবি: সংগৃহীত।

১২ ১৯
ভুবনেশ্বর কুমার— সেমিফাইনালে তাঁর উপর অনেকটা ভরসা রেখেছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু ভুবির বোলিং ছিল নির্বিষ। ইংল্যান্ডের ব্যাটাররা অনায়াসে তাঁর বলে চার, ছয় মেরেছেন। ২ ওভার বল করে ২৫ রান দিয়েছেন মীরাটের এই জোরে বোলার। ম্যাচের শেষে কার্যত তাঁর প্রথম ওভারকে কাঠগড়ায় তুলেছেন অধিনায়ক রোহিত।

ভুবনেশ্বর কুমার— সেমিফাইনালে তাঁর উপর অনেকটা ভরসা রেখেছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু ভুবির বোলিং ছিল নির্বিষ। ইংল্যান্ডের ব্যাটাররা অনায়াসে তাঁর বলে চার, ছয় মেরেছেন। ২ ওভার বল করে ২৫ রান দিয়েছেন মীরাটের এই জোরে বোলার। ম্যাচের শেষে কার্যত তাঁর প্রথম ওভারকে কাঠগড়ায় তুলেছেন অধিনায়ক রোহিত।

ছবি: সংগৃহীত।

১৩ ১৯
ইংল্যান্ড ম্যাচের হাত ধরেই সম্ভবত ভুবনেশ্বর কুমারের শেষ টি২০ বিশ্বকাপ খেলা হয়ে গেল। অনেকেই মনে করছেন, ২০২৪-এর বিশ্বকাপের মঞ্চে আর ভুবিকে দেখা যাবে না। তা যদি হয়, তবে শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে পারলেন না ভুবি।

ইংল্যান্ড ম্যাচের হাত ধরেই সম্ভবত ভুবনেশ্বর কুমারের শেষ টি২০ বিশ্বকাপ খেলা হয়ে গেল। অনেকেই মনে করছেন, ২০২৪-এর বিশ্বকাপের মঞ্চে আর ভুবিকে দেখা যাবে না। তা যদি হয়, তবে শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে পারলেন না ভুবি।

ছবি: সংগৃহীত।

১৪ ১৯
মহম্মদ শামি— তাঁর বিশ্বকাপ খেলা নিয়েই সংশয় ছিল। যশপ্রীত বুমরা চোট পাওয়ার পর শামির অভিজ্ঞতার উপর আস্থা রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু বিশ্বকাপে শামির বোলিংয়ে নজরকাড়া চমক দেখা যায়নি। সেমিফাইনালেও তিনিই সবচেয়ে বেশি রান দিয়েছেন। তাঁর ৩ ওভারে ৩৯ রান পেয়েছে ইংল্যান্ড।

মহম্মদ শামি— তাঁর বিশ্বকাপ খেলা নিয়েই সংশয় ছিল। যশপ্রীত বুমরা চোট পাওয়ার পর শামির অভিজ্ঞতার উপর আস্থা রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু বিশ্বকাপে শামির বোলিংয়ে নজরকাড়া চমক দেখা যায়নি। সেমিফাইনালেও তিনিই সবচেয়ে বেশি রান দিয়েছেন। তাঁর ৩ ওভারে ৩৯ রান পেয়েছে ইংল্যান্ড।

ছবি: সংগৃহীত।

১৫ ১৯
ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকের মতে, মহম্মদ শামিকেও পরবর্তী টি২০ বিশ্বকাপে আর দেখা যাবে না। এটাই তাঁর কুড়ি ওভারের শেষ বিশ্বকাপ হতে পারে।

ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকের মতে, মহম্মদ শামিকেও পরবর্তী টি২০ বিশ্বকাপে আর দেখা যাবে না। এটাই তাঁর কুড়ি ওভারের শেষ বিশ্বকাপ হতে পারে।

ছবি: সংগৃহীত।

১৬ ১৯
রবিচন্দ্রন অশ্বিন— বিশ্বকাপে অশ্বিনের বোলিংয়েও প্রত্যাশিত ধার ছিল না। গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতা কাজে লাগাতে পারেননি ভারতীয় স্পিনার। সেমিফাইনালে বল হাতে ২ ওভার হাত ঘুরিয়েছেন। দিয়েছেন ২৭ রান।

রবিচন্দ্রন অশ্বিন— বিশ্বকাপে অশ্বিনের বোলিংয়েও প্রত্যাশিত ধার ছিল না। গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতা কাজে লাগাতে পারেননি ভারতীয় স্পিনার। সেমিফাইনালে বল হাতে ২ ওভার হাত ঘুরিয়েছেন। দিয়েছেন ২৭ রান।

ছবি: সংগৃহীত।

১৭ ১৯
অনেকের মতে, বৃহস্পতিবারই টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেললেন অশ্বিন। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার ২০২৪ সালের বিশ্বকাপের আগেই অবসর নিয়ে নিতে পারেন। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অনেকের মতে, বৃহস্পতিবারই টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেললেন অশ্বিন। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার ২০২৪ সালের বিশ্বকাপের আগেই অবসর নিয়ে নিতে পারেন। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ছবি: সংগৃহীত।

১৮ ১৯
২০০৭ সালের জয় দিয়ে টি২০ বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে সে বছর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরা হয়েছিলেন যুবরাজ সিংহ, গৌতম গম্ভীর, রবিন উত্থাপ্পারা। রোহিত শর্মাও সেই দলে ছিলেন।

২০০৭ সালের জয় দিয়ে টি২০ বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে সে বছর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিশ্বসেরা হয়েছিলেন যুবরাজ সিংহ, গৌতম গম্ভীর, রবিন উত্থাপ্পারা। রোহিত শর্মাও সেই দলে ছিলেন।

ছবি: সংগৃহীত।

১৯ ১৯
 তার পর থেকে আর এক বারও কুড়ি ওভারের বিশ্বকাপে জয়ের স্বাদ পায়নি ভারত। ১৫ বছর আগের সেই দল থেকে রোহিত ছাড়া আর সকলেই অবসর নিয়ে ফেলেছেন। পরবর্তী বিশ্বকাপে হয়তো সেই পথেই হাঁটতে চলেছেন বিরাট, অশ্বিন, কার্তিকরা।

তার পর থেকে আর এক বারও কুড়ি ওভারের বিশ্বকাপে জয়ের স্বাদ পায়নি ভারত। ১৫ বছর আগের সেই দল থেকে রোহিত ছাড়া আর সকলেই অবসর নিয়ে ফেলেছেন। পরবর্তী বিশ্বকাপে হয়তো সেই পথেই হাঁটতে চলেছেন বিরাট, অশ্বিন, কার্তিকরা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy