দিয়া চলওয়াড-‘পিৎজা’ আর ‘রকি হ্যান্ডসাম’ এই দুটি ছবির পরই জনপ্রিয় হয়ে গিয়েছিলেন দিয়া চলওয়াড। ‘রকি হ্যান্ডসাম’ ছবিতে নাওমির চরিত্রে মাত করে দিয়েছিলেন দিয়া। লাগাতার ৩১ দিন ধরে শুটিং হয়েছিল এই ছবির। এক এক দিনের জন্য ২৫,০০০ টাকা পারিশ্রমিক পেতেন দিয়া। অগুনতি বিজ্ঞাপনেও দেখা যায় দিয়াকে। আর সেই সব বিজ্ঞাপনের জন্যই ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা পারিশ্রমিক নেন ছোট্ট এই দিয়া।
দর্শিল কুমার-‘ব্রাদার্স’, ‘ঢিশুম’, ‘প্রেম রতন ধন পায়ো’ এই সব ছবি বোধ হয় সকলেই দেখেছেন। আর ছোট্ট দর্শিল কুমারকেও নিশ্চয়ই খেয়াল করেছে। প্রেম রতন ধন পায়ো ছবিতে দর্শিলকে দেখা গিয়েছিল ছোট নীল নিতিন মুকেশ এর ভূমিকায়। তবে দর্শিলের পেমেন্ট শুনলে চক্ষু চড়কগাছ হওয়ারই কথা। এক দিনের শ্যুটিংয়ের জন্য ৩০,০০০ টাকা পারিশ্রমিক নেয় দর্শিল।
মিখাইল গাঁধী- ‘সচিন আ বিলিয়ন ড্রিমস’ এ অভিনয় করে ছোট্ট সচিনের ভূমিকায় অভিনয় করে চমকে দিয়েছিলেন মিখাইল গাঁধী। সচিন তেন্ডুলকরকে নিয়ে তৈরি এই বায়োপিকের জন্য কত টাকা পারিশ্রমিক মিখাইল পেয়েছিল তা জানা যায়নি। তবে এই রোলটির জন্য অডিশন দিয়েছিল ৩০০ জন খুদে। আর এই ৩০০ জনের মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছিল মিখাইল গাঁধীকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy