অছিপুর। বজবজের উপকণ্ঠের এই এলাকার নাম এক চিনা ব্যবসায়ীর নামে। টং আছু। ওয়ারেন হেস্টিংসের আমলে তাঁকে বজবজের ৬ কিলোমিটার দক্ষিণে বার্ষিক ৪৫ টাকা চুক্তিতে প্রায় সাড়ে ছ’শো বিঘা জমি ভাড়া দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি।টং আছুর জহুরির চোখ। গঙ্গার ধারের ঊর্বর জমিতে আখ চাষ শুরু করেন। গড়ে তোলেন চিনির কারখানা। এরপর ১১০ জন চিনা শ্রমিকও আসেন। গড়ে ওঠে চিনা কলোনি। সেই ব্যবসায়ীর নাম থেকেই অছিপুরের নামকরণ।