আয়কর জনসাধারণের উপর সরকারের চাপানো একটি কর। সাধারণ মানুষের বার্ষিক আয়ের পরিমাণ এবং বিধিসম্মত নিয়মের ভিত্তিতে এই কর নেয় সরকার। আয়কর সরকারি রাজস্ব বা আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ভারতে আয়কর চালু করা হয়েছিল ব্রিটিশ আমলে। কিন্তু তার নেপথ্যে ছিলেন স্কটল্যান্ডের এক ব্যবসায়ী, যাঁর স্মৃতিচিহ্ন এখনও রয়েছে কলকাতায়।