নিজের বাড়ি ছোট হোক বা বড়, তা সাজাতে কার না ভাল লাগে। বাড়ির দেওয়াল সজ্জার সঙ্গেই এ বার সাজিয়ে ফেলুন ঘরের সিলিংও।
• কাঠের কাজ বা ব্লক বসিয়ে নিতে পারেন। পুরনো দিনের বাড়িতে যেমন কড়িবরগা থাকত, সে ভাবেও সাজিয়ে নিতে পারেন।
• সবুজপ্রেমী হলে, কাঠের প্যানেল করে তার মধ্যে লতানে গাছ করতে পারেন। তার মধ্যেই একটু ফাঁকে ফাঁকে লাগিয়ে নিতে পারেন বিভিন্ন রকমের আলো।
• ওয়ালপেপারও খুব ভাল লাগে। তবে তার প্রিন্ট বাছতে হবে ঘরের অন্য আসবাবের রং বা প্রিন্টের সঙ্গে ব্যালান্স করে। নিজের পছন্দমতো পেন্টিং বা ম্যাপও আঁকিয়ে নিতে পারেন সিলিং জুড়ে।
• রকমারি টাইল্স পাওয়া যায় এখন। সিলিংয়ে সে রকম কিছু টাইল্সও লাগাতে পারেন।
• আয়নার প্রতি দুর্বলতা থাকলে মাথার উপরে ছোট ছোট ভাগে আয়না লাগিয়ে নেওয়া যায়। এতে ঘরের আয়তনও বেশ খানিকটা বেড়ে যাবে।
• সুন্দর একটা ঝাড়বাতি ঝুলিয়ে দিলে তো কথাই নেই। তবে সিলিংসজ্জা যেমনই হোক না কেন, তা যেন পুরো ঘরের সাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে দিকে অবশ্যই খেয়াল রাখবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy