বিতর্কে এই ডেলিভারি বয়ই।
তাঁদের কাজ খাবার ডেলিভারি দেওয়া। মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে খাবার অর্ডার করলেই আপনার দরজায় পৌঁছে যান তাঁরা। কিন্তু যদি কখনও আপনার অর্ডার দেওয়া খাবারের প্যাকেট খুলে খেতে শুরু করেন তাঁরাই?
ভাবছেন, এরকমটাও হয় নাকি! কিন্তু সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োতে দেখা গেল এরকমই একটা ঘটনা।
ভিডিয়োতে খাবার ডেলিভারি দেওয়ার সংস্থা ‘জোম্যাটো’র একজন ডেলিভারি বয়কে অর্ডার দেওয়া খাবারের বাক্স খুলে খাবার খেতে দেখা যাচ্ছে। ঘটনাটি মাদুরাইয়ের বলে ‘জোম্যাটো’র তরফে জানানো হয়েছে। ঘটনার তদন্তের জন্য সেই ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
'জোম্যাটো'র তরফে এই ধরনের ঘটনা রুখতে আরও কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। খাবারের প্য়াকেটের সুরক্ষার জন্য এক বিশেষ ধরনের 'টেপ' আনতে চলেছে 'জোম্যাটো', যা দেখে গ্রাহকেরা বুঝতে পারবেন যে তাঁদের অর্ডার দেওয়া খাবারের প্যাকেট আগে খোলা হয়েছিল কি না। গ্রাহকেরাও কোনও রকম সন্দেহজনক কিছু দেখলে অভিযোগ জানাতে পারবে, এমন ব্যবস্থাও আনা হচ্ছে। এছাড়াও নিজেদের প্রায় ১.৫ লক্ষ ডেলিভারি বয়ের জন্য বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা করবে 'জোম্যাটো'।
আরও পড়ুন: অনলাইনে অর্ডার দেওয়া খাবার এ বার পৌঁছে দেবে ড্রোন!
আরও পড়ুন: অনলাইনে বিক্রি হচ্ছে মোয়াও
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy