কেন্দ্রের কাছে রাফাল চুক্তির নথি চাইল সুপ্রিম কোর্ট। —ফাইল ছবি
রাফাল চুক্তি কীভাবে হয়েছিল? শুরু থেকে শেষ পর্যন্ত পুরো চুক্তির প্রক্রিয়ার সমস্ত নথি জমা দিন। বুধবার কেন্দ্রকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের পরই ফের সরগরম রাফাল রাজনীতি।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ জানিয়েছে, নোটিস দেওয়া হচ্ছে না। তবে ২৯ অক্টোবরের মধ্যে সিল করা খামে রাফাল চুক্তির সমস্ত নথি কেন্দ্রকে জমা দিতে বলা হচ্ছে। তবে মামলাকারী বা সরকার পক্ষ, কারও সওয়াল এখনই বিচার্য নয়। কারণ দু’পক্ষের সওয়ালই এখনও অসম্পূর্ণ। প্রধান বিচারপতি বলেন, ‘‘চুক্তি প্রক্রিয়ায় কী কী পদক্ষেপ করা হয়েছিল, সে বিষয়ে আমরা নিজেরা আগে সন্তুষ্ট হতে চাই।’’
রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক এম এল শর্মা। তবে সরকার পক্ষের যুক্তি, এই মামলা রাজনৈতিক ভাবে প্রভাবিত। অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল সওয়াল করেন, এই চুক্তির সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িত। লোকসভা ভোটের আগে শীর্ষ আদালতকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতেই এই মামলা করা হয়েছে।
আরও পড়ুন: নারীসঙ্গের টোপ দিয়ে ব্রহ্মসের তথ্যপাচার পাকিস্তানে!
আরও পড়ুন: রায়বরেলীতে বেলাইন মালদহ টাউন-দিল্লি এক্সপ্রেস, মৃত অন্তত ৭
ফ্রান্সের সঙ্গে ভারতের রাফাল কেনার চুক্তি প্রকাশ্যে আসে ২০১৬ সালে। ৫৯০০০ কোটি টাকায় ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ অলাঁদ। সেই চুক্তিতে অনিল অম্বানীর সংস্থার ঢুকে পড়া নিয়ে প্রশ্ন ওঠে। ভারত সরকারের সুপারিশেই চুক্তিতে ওই সংস্থা ঢুকে পড়ে বলে অলাঁদ পরে মন্তব্য করায় বিতর্কে নতুন মাত্রা পায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy