লোকসভা ভোটের আগে উচ্চবর্ণের মন পেতে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। আম জনতাকে লোকসভা ভোটের আগেই সেই সুবিধে দিতে তৎপর হল সরকার। আজ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠকের পরে মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, আসন্ন শিক্ষাবর্ষ (২০১৯-২০) থেকেই দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চবর্ণের আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের ১০ শতাংশ আসন সংরক্ষণের সুবিধে দিতে হবে। এর জন্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আসন ও পরিকাঠামো বাড়ানোর উপরে জোর দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র।
মন্ত্রকের এক কর্তার কথায়, ‘‘উচ্চবর্ণের শ্রেণির জন্য সংরক্ষণের সিদ্ধান্তে মোট সংরক্ষিত আসনের পরিমাণ ১০ শতাংশ বাড়ছে। কিন্তু তা করতে গিয়ে যাতে তফসিলি জাতি-জনজাতি বা অন্যান্য পিছিয়ে প়ড়া শ্রেণির (ওবিসি) সংরক্ষণে হাত না পড়ে সে দিকে বিশেষ ভাবে লক্ষ্য রাখা যাচ্ছে।’’
আজ জাভড়েকরের ঘোষণার মূল তাৎপর্য হল, এর ফলে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ভর্তির সময়ে সংরক্ষণ নীতি মানতে বাধ্য থাকবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এ যাবৎ তফসিলি জাতি, জনজাতি ও ওবিসি শ্রেণির জন্য সংরক্ষণের নীতি থাকলেও, তা কেবল মেনে চলে সরকারি প্রতিষ্ঠানগুলিই। নিয়ম থাকলেও অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানে না। কিন্তু আজ কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে যে উচ্চবর্ণের পড়ুয়াদের সংরক্ষণ দিতে বাধ্য থাকবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। আজ জাভড়েকর বলেন, ‘‘আর্থিক ভাবে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৯-এর শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy