Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

‘আদালত নয়, রাফাল চুক্তির খুঁটিনাটি বিচার করবেন বিশেষজ্ঞরা’, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

রাফাল কর্তার সেই বয়ান নিয়ে রাজনৈতিক চাপান উতোরের মধ্যেই সুপ্রিম  কোর্টে শুরু হল রাফাল নিয়ে শুনানি।

দাসোর তৈরি রাফাল যুদ্ধবিমান। —ফাইল ছবি

দাসোর তৈরি রাফাল যুদ্ধবিমান। —ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ১২:৫২
Share: Save:

রাফাল যুদ্ধ বিমানের খুঁটিনাটি কি আদালত বিচার করতে পারবে? নাকি সেটা বিশেষজ্ঞদের কাজ? বুধবার সুপ্রিম কোর্টে রাফাল মামলার শুনানিতে এই প্রশ্ন তুললেন অ্যাটর্নি জেনারেল।

ফ্রান্সের সঙ্গে রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেই সব মামলার এদিন শুনানি হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চে। বেঞ্চে রয়েছেন বিচারপতি এস কে কল এবং কে এম জোসেফও।

অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল আদালতকে বলেন, ‘‘রাফালের দাম এবং তা নির্ধারণের প্রক্রিয়া প্রকাশ্যে এলে শত্রু দেশ তার সুবিধা নিতে পারে। তাই রাফালের দাম নির্ধারণ নিয়ে আদালতে আর কোনও তথ্য দেব না। কারণ কোনও তথ্য ফাঁস হয়ে গেলে আমি এবং আমার দফতরের উপর তার দায় বর্তাবে।’’

আরও পড়ুন: অনিল অম্বানীকে বেছেছি আমরাই, রাফালে নিয়ে মোদীর পাশে দাসোর কর্তা

এরপরই বেনুগোপাল বলেন, ‘‘রাফাল যুদ্ধবিমানের খুঁটিনাটি নিয়ে বিশেষজ্ঞরাই বিশ্লেষণ করতে পারবেন। আদালত সেটা পারবে না।

অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন, এবং অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপালের সঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে সোমবারই রাফাল সংক্রান্ত ১৪ পাতার নথি সিল করা খামে শীর্ষ আদালতে জমা দিয়েছে কেন্দ্র। তবে ওই চুক্তির কপির সঙ্গে সরকারি হলফনামা দাখিল করা হয়নি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ডিএ বাড়ল ভিন্ রাজ্যে কর্মরত এ রাজ্যের সরকারি কর্মীদের, ক্ষোভ বঙ্গে

মঙ্গলবারই দাসো এভিয়েশন কর্তা এরিক ত্রাপিয়ে দাবি করেছেন কোনও চাপ নয়, রিলায়েন্সকে তাঁরাই বেছেছিলেন। নয়া চুক্তিতে ইউপিএ জমানার তুলনায় অন্তত ৯ শতাংশ কম দামে যুদ্ধবিমান বিক্রি করছেন বলেও দাবি করেছেন তিনি। কর্তার সেই বয়ান নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই সুপ্রিম কোর্টে শুরু হল রাফাল নিয়ে শুনানি।

ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।

অন্য বিষয়গুলি:

Rafale Supreme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE