গাঁধীনগরের রাস্তায় প্রাতর্ভ্রমণে বেরিয়েছেন মোদী। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।
এক অনুষ্ঠানে যোগ দিতে নিজের রাজ্য গুজরাতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়েও তিনি বেরিয়েছেন প্রাতর্ভ্রমণে। তাঁর সেই প্রাতর্ভ্রমণ সাধারণ মানুষের নজর এড়ায়নি। মোদী ভক্তরা সেই ভিডিয়ো তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা এখন ভাইরাল।
ভিডিয়োটি রবিবার রাতে ট্যুইট করেন বিজেপির মহিলা মোর্চার সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা প্রীতি গাঁধী। তখন কাকভোর। সূর্যও ওঠেনি। জ্বলছে রাস্তার ল্যাম্প পোস্টের আলো। গাঁধীনগরের ফাঁকা রাস্তায় তখন হেঁটে চলেছেন দেশের প্রধানমন্ত্রী। তাঁর পিছন পিছন হেঁটে চলেছেন পাঁচ-ছয় জন আধিকারিক।
নরেন্দ্র মোদীর স্বাস্থ্য সচেতনতা সর্বজনবিদিত। তিনি খুব ভোরে ঘুম থেকে ওঠেন। যোগাসন করেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই তথ্যগুলি সামনে আসে। এর পর বিশ্ব যোগদিবসে তাঁকে নয়াদিল্লিতে প্রকাশ্যে যোগাসন করতে দেখা গিয়েছিল।
PM @narendramodi while on his morning walk at Gandhinagar on his trip to Gujarat yesterday. The strict discipline inspite of such a hectic schedule under the highest pressure is an example each one of us can follow! #Respect pic.twitter.com/2RmR0N3ST9
— Priti Gandhi - प्रीति गांधी (@MrsGandhi) December 23, 2018
আরও পড়ুন: ভারত নয়, নিজের দেশের কথা ভাবুন, ইমরানকে কটাক্ষ নাসিরের
কয়েকমাস আগে ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির দেওয়া ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করেন মোদী। তার পর সোশ্যাল মিডিয়ায় নিজের যোগাভ্যাসের একটি ভিডিও পোস্ট করেন। তার পর ফের তাঁর শরীরচর্চার ভিডিয়ো ভাইরাল হল।
Here are moments from my morning exercises. Apart from Yoga, I walk on a track inspired by the Panchtatvas or 5 elements of nature - Prithvi, Jal, Agni, Vayu, Aakash. This is extremely refreshing and rejuvenating. I also practice
— Narendra Modi (@narendramodi) June 13, 2018
breathing exercises. #HumFitTohIndiaFit pic.twitter.com/km3345GuV2
আরও পড়ুন: জোটের কথায় ইতিহাসে মোদী!
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy