প্রতীকী চিত্র।
লালুপুত্র তেজপ্রতাপের বিয়ের আসরে খাবার লুঠপাটের স্মৃতি ফিকেহওয়ার আগেই উত্তরপ্রদেশের বালিয়ায় বিয়ের আসরে খাবার প্লেট ঘিরে ধুন্ধুমার কান্ড। প্রথমে তর্কাতর্কি। তা থেকে হাতাহাতি। আর তার জেরেই মৃত্যু হল এক যুবকের।
ঘটনার সূত্রপাত শনিবার।বালিয়ার বিক্রমপুর এলাকার ওই বিয়ের আসরঅতিথি অভ্যাগতদের ভিড় ও খাবার-দাবারের খুশবুতে তখন আনন্দে ভাসছিল। অনুষ্ঠানের সেই সন্ধ্যায় যে নাটকীয় মোড় অপেক্ষা করছে, তা কে ভেবেছিল!জানা গিয়েছে, খাবার ছিল অঢেল। কিন্তু খাবারের প্লেট ছিল প্রয়োজনের তুলনায় কম। নিমন্ত্রিতেরা অল্প কিছু প্নেট নিয়েই নিজেদের মধ্যেতর্কাতর্কি ও পরে কাড়াকাড়ি শুরু করে দেন। শেষপর্যন্ত তা গড়িয়ে যায় মারামারিতে।মারপিটের জেরে গুরুতর জখম অবস্থায় বছর কুড়ির যুবক বিশালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। মারপিটের ঘটনায় আহতহয়েছেন চার জন।
গত মে মাসে পটনায় লালুপুত্রের বিয়ের আসরে সাত হাজার নিমন্ত্রিত ছিলেন। খাবার নিয়ে ব্যাপক গোলমাল হলেও হাইপ্রোফাইল সেই বিয়ের আসরে কড়া নিরাপত্তা থাকায় বিষয়টা কোনওক্রমে সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু বালিয়ার ওই বিয়ের আসরে কিছু বোঝার আগেই রীতিমতো মারপিট শুরু হয়ে যায়।যার চরম পরিণতি আটকানো যায়নি।
আরও পড়ুন: খুঁটি গণধর্ষণে অভিযুক্ত আদিবাসী নেতারা
আরও পড়ুন: মন্দারমণিতে তলিয়ে মৃত্যু যমজ ভাইবোনের
এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গো বলয়ে বিয়ের অনুষ্ঠানে দাঙ্গা মারামারি নতুন কিছু নয়। গত এপ্রিলেও উত্তরপ্রদেশে বন্দুকবাজের গুলিতে বিয়ের অনুষ্ঠানের মাঝেই পাত্রের মৃত্যু হয়েছিল। বিহারে লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপের বিয়েতে দলের নেতা-কর্মীরা যে ভাবে খাবার লুঠপাট করেছিলেন, তা নিয়েও তোলপাড় কম হয়নি।
কেন অশান্তি ঠেকানো গেল না, কেন তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ল, তা স্পষ্ট নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy