-ফাইল ছবি।
চার দিনের মধ্যেই পছন্দ বদলে ফেললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী। বললেন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ও তাঁর দলের পছন্দ কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। শনিবার কলকাতায় ব্রিগেডের জনসভার পর কুমারস্বামী বলেছিলেন, দেশকে নেতৃত্ব দেওয়ার সব গুণই রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কর্নাটকে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার চালাচ্ছেন কুমারস্বামী। বুধবার কুমারস্বামী বলেন, ‘‘এটা আমাদের দলের সিদ্ধান্ত যে আমরা প্রধানমন্ত্রী পদে সমর্থন করব রাহুল গাঁধীকে। এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর এটাই আমরা করব।’’ তিনি জানান, তাঁর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়াও সেটাই চাইছেন।
তবে গত শনিবার ব্রিগেডে ২৩টি বিরোধী দলের সমাবেশে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর পছন্দ বলে জানিয়েছিলেন তিনি? জবাবে কুমারস্বামী বলেছেন, ‘‘আমি বিজেপিকে বাদ দিয়ে অন্য আঞ্চলিক দলগুলির যোগ্য নেতাদের নামোল্লেখ করেছিলাম। মায়াবতী, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের অন্যতম। তবে আমার দল রাহুল গাঁধীকেই প্রধানমন্ত্রী পদে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘কাগুজে বাঘ’-এর তকমা দিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘মোদীকে সরিয়ে একমাত্র রাহুল গাঁধীই প্রধানমন্ত্রী হতে পারেন। রাহুলজি যথেষ্টই পরিণত রাজনীতিক।’’
আরও পড়ুন- দেশকে নেতৃত্ব দেওয়ার সব গুণ রয়েছে মমতার মধ্যে, বললেন কংগ্রেস-সঙ্গী কুমারস্বামী
আরও পড়ুন- মোদীকে কুপোকাত করতে রাহুলের ব্রহ্মাস্ত্র, মোদী-যোগীর গড়ে অভিষেক প্রিয়ঙ্কার
মোদীকে কেমন রাজনীতিক বলে মনে হয় তাঁর? কুমারস্বামীর জবাব, ‘‘খুব ভাল কথা বলতে পারেন। বেশ গুছিয়ে কথা বলতে পারেন। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে জানেন, ব্যবহার করেন। কিন্তু গত ৪ বছরে কাজ কী করলেন তিনি?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy