সংবাদমাধ্যমের সঙ্গে ‘বন্ধুত্ব’ করারই দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী।—ছবি পিটিআই।
পাঁচ বছরে একটিও সাংবাদিক সম্মেলন করেননি। বাছাই করা সাক্ষাৎকার নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন রাহুল গাঁধী। আজ তাঁর জবাব দিয়ে অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে ‘বন্ধুত্ব’ করারই দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী।
দলের কর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় মোদী আজ নাম না করে রাহুলকেই একহাত নেন। বলেন, ‘‘কিছু লোকের মিথ্যা প্রচার রোজ প্রথম পাতায় ছাপা হয়, প্রাইম টাইমে দেখানো হয়। তবু তাঁরা মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন।’’ এরপরেই কর্মীদের প্রতি তাঁর নির্দেশ, মাঠে-ঘাটে, ধুলো মেখে যে সাংবাদিকরা কাজ করেন, তাঁরা দেশ ও সমাজের প্রতি সংবেদনশীল। তাঁদের সঙ্গে বন্ধুত্ব করুন। সংগঠনের দায়িত্বে থাকার সময় মোদী সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্কের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও টেনে আনেন। তিনি বলেন, বিজেপির নেতা-কর্মীদের ছবি না ছাপলেও আসল প্রসঙ্গ নিরন্তর মেলে ধরতে হবে সাংবাদমাধ্যমের সামনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy