প্রিয়ঙ্কা গাঁধী। ছবি পিটিআই
সোমবার উত্তরপ্রদেশে তাঁর রোড শো, প্রায় ৩০ কিমি দীর্ঘ রোড শো দিয়েই জনসংযোগ শুরু করলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। একই দিনে আত্মপ্রকাশ করলেন সোশ্যাল মিডিয়াতেও।
এ বার জনসাধারণের আরও খানিকটা কাছাকাছি যাওয়ার জন্য কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা সোমবারেই যোগ দিলেন টুইটারেও। কয়েক মিনিটের মধ্যেই টুইটারে কয়েক হাজারেরও বেশি ফলোয়ার পেলেন প্রিয়ঙ্কা। লোকসভা নির্বাচনের আগে টুইটারকেও হাতিয়ার করতে চলেছেন প্রিয়ঙ্কা, এমনটাই বলছেন রাজনৈতিক মহল।
প্রথমে অডিও বার্তার মাধ্যমে মানুষের মন বুঝে নেওয়ার কথা বলেছিলেন প্রিয়ঙ্কা। এর পরই যোগ দিলেন টুইটারে।
সোমবার সকাল ১১.৪৯ মিনিটে এই মাইক্রোব্লগিং সাইটে প্রিয়ঙ্কার যোগদানের কথা জানানো হয় কংগ্রেসের তরফে। ১৫ মিনিটের মধ্যেই ইন্দিরা-রাজীবের উত্তরসূরি প্রিয়ঙ্কার ফলোয়ার সংখ্যা ৪০ হাজার ছাপিয়ে যায়। যদিও দুপুর ১২.৪০ পর্যন্ত প্রিয়ঙ্কা কোনও পোস্ট করেননি।
আরও পড়ুন: রাহুলকে পাশে নিয়ে ৩০ কিলোমিটার রোড শো প্রিয়ঙ্কার, সরগরম লখনউ
মানুষের মন বুঝে এক অডিয়ো বার্তা প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা। কংগ্রেস সমর্থকদের কথায়, প্রিয়ঙ্কার আগমনবার্তায় উত্তরপ্রদেশে যেন নতুন করে প্রাণসঞ্চার হয়েছে।
আরও পড়ুন: ১০ ঘণ্টা সিবিআই অফিসে রাজীব, এক সঙ্গে বসানো হল কুণালকেও, আজ ফের তলব
লোকসভা নির্বাচনের আগে যোগীরাজ্যে রাস্তায় নেমে দাপট দেখানোর এই ‘প্রাণশক্তি’টাই আসলে কংগ্রেস শিবির চাইছিল। এ বার সেই প্রাণশক্তির নয়া হাতিয়ারের তালিকায় টুইটারও সংযুক্ত হল, এমনটাই বলছেন রাজনৈতিক মহল।
Smt. Priyanka Gandhi Vadra is now on Twitter. You may follow her at @priyankagandhi
— Congress (@INCIndia) February 11, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy