ঠাকুমার সঙ্গে শৈশবের স্মৃতিচারণ করলেন প্রিয়ঙ্কা।
প্রয়াগরাজ থেকে নরেন্দ্র মোদীর বারাণসী পর্যন্ত গঙ্গাবক্ষে প্রচার শুরু করেছেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। আপাতত গঙ্গা পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ ঘুরে মানুষের কথা শুনতে চান তিনি। এরই মাঝে প্রয়াগরাজে তাঁদের পূর্বপুরুষদের বাড়িতেই রাত কাটালেন প্রিয়ঙ্কা। তিনি ছিলেন সেই ঘরেই, যেখানে তাঁর ঠাকুমা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন।
প্রিয়ঙ্কা নিজের টুইটারে স্মৃতি রোমন্থন করলেন ঠাকুমা। স্বরাজ ভবনের যে ঘরে ইন্দিরা জন্মগ্রহণ করেছিলেন, সেই ঘরের একটি ছবিও টুইট করেছেন। অল্প বয়সের ইন্দিরার কিছু কিছু কথাও প্রিয়ঙ্কা উল্লেখ করেন তাঁর পোস্টে। তিনি লেখেন, ‘‘স্বরাজ ভবনে রয়েছি। সেই ঘরেই আজ থাকছি, যেখানে আমার ঠাকুমা ইন্দিরা জন্মগ্রহণ করেন।’’
এর পর তিনি লেখেন, ইন্দিরা রাতে তাঁকে ঘুম পাড়ানোর সময় জোয়ান অব আর্কের গল্প বলতেন, সেই কণ্ঠস্বর তিনি ভোলেননি। প্রিয়ঙ্কা লেখেন, ‘‘ঠাকুমা বলতেন, নির্ভীক হও, তাহলেই সবকিছু ভাল হবে।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
১৯১৭ সালের ১৯ নভেম্বরে ইন্দিরা গাঁধী জন্মগ্রহণ করেন। তাঁর ছোটবেলা কেটেছিল এই স্বরাজ ভবনেই। প্রিয়ঙ্কা যে ঘরে ছিলেন, দেখা যাচ্ছে সেই ঘরেই অল্প বয়সের ইন্দিরার একটি ছবিও রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই ছোট্ট ইন্দিরারই নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী।
আরও পড়ুন: ২০১৪ সালে ভোট বয়কটের প্রচার করে ধরা পড়েন, এ বার মোদীর বিরুদ্ধে লড়তে চান এই কাশ্মীরী
জটিল হচ্ছে গোয়ার রাজনৈতিক পরিস্থিতি, আসরে নিতিন গডকড়ী, রাতভর বৈঠক শরিক দলগুলোর সঙ্গে
প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশের কর্মীদের জন্য একটি খোলা চিঠিও লিখেছেন সম্প্রতি। সেখানেও তাঁর নিজের ছন্দে সম্বোধন করেন, ‘‘আমাদের প্রিয় বোন ও ভাইরা!’’
स्वराज भवन के आँगन में बैठे हुए वह कमरा दिख रहा है जहाँ मेरी दादी का जन्म हुआ। रात को सुलाते हुए दादी मुझे जोन ऑफ आर्क की कहानी सुनाया करती थीं। आज भी उनके शब्द दिल में गूँजते हैं। कहती थीं- निडर बनो और सब अच्छा होगा। pic.twitter.com/q8Ecdb2RsL
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 17, 2019
প্রিয়ঙ্কা জানান, কী ভাবে তিনি উত্তরপ্রদেশের মাটিতে কাজ করতে চান। সঙ্গে এ-ও জানিয়েছেন, জলপথে এই প্রচার ছাড়া এ বারের সফরে বাসে, ট্রেনে, পদযাত্রা করেও জনসংযোগ অভিযান করবেন তিনি। সবমিলিয়ে অন্য ধরনের জনসংযোগ তৈরি করার চেষ্টা করছেন তিনি, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
লোকসভা ভোটের সব খবর পড়তে ক্লিক করুন
(এই খবরটি প্রথম প্রকাশের সময় ইন্দিরা গাঁধীর জন্মসাল ১৯৩৬ লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy