ছবি-পিটিআই।
বিজেপি সভাপতি অমিত শাহকে পাশে বসিয়ে শুক্রবার দিল্লিতে যে সাংবাদিক সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে তীব্র কটাক্ষ করলেন বিরোধীরা। কেউ বললেন, ‘‘এটা প্রধানমন্ত্রী মোদীর বিদায়ী সাংবাদিক সম্মেলন।’’ কেউ বললেন, ‘‘এটা যেন ‘মন কি বাত’ অনুষ্ঠানের শেষ পর্ব। কেউই কোনও প্রশ্ন করলেন না। সবাই শুধু শুনে গেলেন।’’ ওই সাংবাদিক সম্মেলনের পর গত কালই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী তাঁর টুইটে ‘একটি অসাধারণ সাংবাদিক সম্মেলন’-এর জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান।
সমাজবাদী পার্টি (সপা) নেতা অখিলেশ সিংহ যাদব শনিবার তাঁর টুইটে লিখেছেন, ‘‘ওঁদের সাংবাদিক সম্মেলন দেখে মনে হল যেন আর একটা ‘মন কি বাত’ অনুষ্ঠান। শুধু সেটা রেডিওয় না হয়ে হল টেলিভিশনে। সাংবাদিকদের সেখানে কোনও সুযোগই দেওয়া হল না প্রশ্ন করার। তাঁদের অনুগত সৈনিকদের মতো মুখে কুলুপ এঁটে বসে থাকতে দেখা গেল।’’
‘विकास’ पूछ रहा है: प्रधान जी की पहली प्रेस वार्ता देखी क्या? लगता है ‘मन की बात’ का अंतिम एपिसोड रेडियो की जगह TV पर प्रसारित हुआ है.
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 17, 2019
बेचारे मीडिया वाले अपने प्रश्नों को लेकर बैठे ही रह गये ‘अनुशासित सिपाही’ मौन ही रहे. pic.twitter.com/cOytuPKdDL
Congratulations Modi Ji. Excellent Press Conference! Showing up is half the battle. Next time Mr Shah may even allow you to answer a couple of questions. Well done! 👍
Congratulations Modi Ji. Excellent Press Conference! Showing up is half the battle. Next time Mr Shah may even allow you to answer a couple of questions. Well done! 👍
— Rahul Gandhi (@RahulGandhi) May 17, 2019
ওই সাংবাদিক সম্মেলন নিয়ে টুইট করেছেন লোকতান্ত্রিক জনতা দলের প্রধান শরদ যাদবও। লিখেছেন, ‘‘এটা যেন ওঁদের বিদায়ী সাংবাদিক সম্মেলন। এটা খুবই দুর্ভাগ্যজনক, ৫ বছর সরকার চালানোর পরেও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস দেখাতে পারলেন না প্রধানমন্ত্রী। কেন পারলেন না, সেই প্রশ্নটাই এখন ঘুরছে সকলের মধ্যে। শেষ দফার ভোটের আগে প্রধানমন্ত্রীর অঙ্গভঙ্গি থেকেই স্পষ্ট হয়ে গেল, তিনি পরাজয় স্বীকার করে নিয়েছেন।’’
It is unfortunate that even after 5 years of rule of d BJP PM could not face media. Its a question in everybody's mind. Before d last phase of election PM has given clear indication from his body language that he has accepted defeat & it was like a farewell P.C of d Party & Govt
— SHARAD YADAV (@SharadYadavMP) May 17, 2019
আরও পড়ুন- কোনও প্রশ্ন নয়!
আরও পড়ুন- জয়ের ব্যবধান নিয়েই ভাবছে বারাণসী
খোঁচা দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লাও। টুইটে লিখেছেন, ‘‘সাংবাদিকদের ছদ্মবেশে থাকা বিজেপি কর্মীদের ধন্যবাদ জানাতে ভোলেননি অমিত শাহ।’’
Amit Shah doesn’t forget to thank the embedded BJP workers disguised as journalists. https://t.co/MsSOpi0nDw
— Omar Abdullah (@OmarAbdullah) May 17, 2019
কংগ্রেস নেতা আহমেদ পটেল টুইটে লিখেছেন, ‘‘আমি এমন কোনও সাংবাদিক সম্মেলন দেখিনি যেখানে কেউ নিজেই নিজের একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন!’’
Never seen a press conference where someone else is answering questions on your behalf
— Ahmed Patel (@ahmedpatel) May 17, 2019
There was no need to lower the dignity of the office of the Prime Minister just to prove a point
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতেরও মনে হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী মোদীর বডি ল্যাঙ্গোয়েজেই স্পষ্ট তিনি একনই পরাজয় মেনে নিয়েছেন।’’
आज मोदी जी की #PressConference थी और जो उनकी बॉडी लैंग्वेज थी पूरे देश ने देखा, पूरी दुनिया ने देखा है कि मोदी जी खुद हार मान चुके हैं और पीसी में संवाददाताओं के सामने उन्होंने उसी रूप में अपने आप को पेश किया। किसी को प्रश्न के कोई जवाब नहीं दिए, उनको कोई प्रश्न पूछ नहीं सकता।
— Ashok Gehlot (@ashokgehlot51) May 17, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy