Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Ravi Shankar Prasad

অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তি করুন, সু্প্রিম কোর্টকে বার্তা কেন্দ্রীয় আইনমন্ত্রীর

দ্রুত মামলা নিষ্পত্তির কথা জানিয়েই ক্ষান্ত হননি রবিশঙ্কর। তাঁর আরও মন্তব্য, ‘‘৭০ বছর ধরে কেন আইনি জটিলতায় আটকে আছে রামজন্মভূমি নির্মাণের বিষয়টি?আমরা কেন বাবরকে পুজো করব?ভারতীয় সংবিধানে রাম, কৃষ্ণ এমনকি আকবরের কথা বলা থাকলেও বাবরের কোনও প্রসঙ্গ নেই। আমাদের দেশে এই কথাগুলো বললেই বিতর্ক শুরু হয়ে যায়।’’

রবিশঙ্কর প্রসাদ। ফাইল চিত্র।

রবিশঙ্কর প্রসাদ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৮:০৫
Share: Save:

অযোধ্যা মামলার দ্রুত নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টকে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। একই সঙ্গে সুপ্রিম কোর্টের কাছে তাঁর প্রশ্ন, শবরীমালা মন্দিরের ক্ষেত্রে চটজলদি সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলে, অযোধ্যা মামলায় দেরি হচ্ছে কেন?লখনউতে অখিল ভারতীয় অধিভক্ত পরিষদের একটি সম্মেলনে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।

অখিল ভারতীয় অধিভক্ত পরিষদের যে অনুষ্ঠানে এই বক্তব্য রেখেছেন রবিশঙ্কর প্রসাদ, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ, এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর-সহবিশিষ্ট ব্যক্তিরা। অবশ্য শুধু দ্রুত মামলা নিষ্পত্তির কথা জানিয়েই ক্ষান্ত হননি রবিশঙ্কর। তাঁর আরও মন্তব্য, ‘‘৭০ বছর ধরে কেন আইনি জটিলতায় আটকে আছে রামজন্মভূমি নির্মাণের বিষয়টি?আমরা কেন বাবরকে পুজো করব?ভারতীয় সংবিধানে রাম, কৃষ্ণ এমনকি আকবরের কথা বলা থাকলেও বাবরের কোনও প্রসঙ্গ নেই। আমাদের দেশে এই কথাগুলো বললেই বিতর্ক শুরু হয়ে যায়।’’

আগামী ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কউলের বেঞ্চে উঠবে এই মামলা। রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি। ২০১০ সালে ইলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায়ের প্রেক্ষিতেই এই শুনানি হবে। ইলাহাবাদ হাইকোর্টের রায় ছিল বিতর্কিত এলাকার ২.৭৭ একর জমি সমান ভাবে ভাগ করে দেওয়া হবে নির্মোহী আখড়া, সুন্নি ওয়াকফ বোর্ড এবং রাম লালা, এই তিনটি পক্ষের মধ্যে।

আরও পড়ুন: সংখ্যালঘু নিয়ে পাকিস্তানের লেকচার দেওয়া সাজে না, ইমরানকে তোপ কাইফের

৪ জানুয়ারি এই মামলার শুনানি শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের এই মন্তব্যে স্পষ্ট, রামমন্দির নির্মাণ নিয়ে ফের দেশ জুড়ে আন্দোলনের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। সরকারে আসার পর চার বছর কেটে গেলেও মন্দির তৈরিতে এখনও পর্যন্ত এক পাও এগোতে পারেনি গেরুয়া ব্রিগেড।কেন্দ্রে মোদী এবং রাজ্যে যোগী এই মেলবন্ধনেও মন্দির তৈরিতে বিজেপির ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে খোদ গেরুয়া শিবিরের মধ্যেই। সেই ব্যর্থতা ঢেকে ২০১৯ লোকসভা নির্বাচনের বৈতরণী পেরোতে ফের মন্দির আন্দোলনেই ফিরতে চাইছে বিজেপি, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: ‘গুলি করে মারুন’ ফোনে নির্দেশ দিয়ে বিতর্কে কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

অন্য বিষয়গুলি:

Ravi Shankar Prasad Supreme Court Ayodhya Case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE