Advertisement
০৩ নভেম্বর ২০২৪
National News

দুই মহিলাকে এক সঙ্গে থাকার অনুমতি দিল কেরল হাইকোর্ট

বিচারপতি সি কে আবদুল রহিম ও বিচারপতি নারায়ণ পিশারাড়িকে নিয়ে গড়া কেরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার ওই রায় দিয়েছে।

কেরল হাইকোর্ট। ছবি- সংগৃহীত।

কেরল হাইকোর্ট। ছবি- সংগৃহীত।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৮
Share: Save:

সুপ্রিম কোর্টের পর সমকাম সম্পর্ককে এ বার স্বীকৃতি দিল কেরল হাইকোর্টও। দুই মহিলাকে এক সঙ্গে থাকার অনুমতি দিয়েছে কেরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি সি কে আবদুল রহিম ও বিচারপতি নারায়ণ পিশারাড়িকে নিয়ে গড়া কেরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার ওই রায় দিয়েছে।

কোল্লামের পশ্চিম কাল্লাড়ার বাসিন্দা ৪০ বছর বয়সী এস সৃজা তাঁর ২৪ বছর বয়সী সঙ্গিনী অরুণার সঙ্গে বসবাস করার আর্জি জানিয়ে পিটিশন করেছিলেন কেরল হাইকোর্টে। তাঁর অভিযোগ ছিল, চলতি বছরের অগস্টে তাঁরা এক সঙ্গে থাকতে শুরু করার পর নেইয়াটিঙ্কারার বাসিন্দা অরুণার মা, বাবা তাঁদের মেয়ে নিখোঁজ হয়েছে বলে একটি মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে অরুণা তিরঅনন্তপুরমের নেইয়াটিঙ্কারায় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হলে বিচারক তাঁকে মুক্ত বলে ঘোষণা করেন। কিন্তু তার পর অরুণার মা, বাবা জোর করে অরুণাকে তাঁদের বাড়িতে নিয়ে যান। সেখানে অরুণার ইচ্ছার বিরুদ্ধে তাঁকে আটকে রাখেন বলে সৃজার অভিযোগ।

তার পর মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন অরুণা। তাংকে একটি মানসিক রোগীদের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অরুণার সঙ্গে দেখা করতে পেরেছিলেন বলে জানিয়েছেন সৃজা।

আরও পড়ুন- রাফাল নিয়ে কংগ্রেসকে পাল্টা তোপ মোদীর, জবাব নেই রাহুলের প্রশ্নের​

আরও পড়ুন- নিকা হালালায় নারাজ, মারার হুমকি ফরজ়ানাকে​

কিন্তু কিছুটা সুস্থ হয়ে ওঠার পর হাসপাতাল কর্তৃপক্ষ অরুণাকে সৃজার সঙ্গে তাঁর বাড়িতে যেতে দেননি। তারই প্রতিবাদে কেরল হাইকোর্টে পিটিশন করেছিলেন সৃজা।

মঙ্গলবার অরুণাকে আদালতে হাজির করানো হলে তিনি সৃজার সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেন। হাইকোর্ট তাতে সম্মতি দেয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE