দেশজোড়া বিক্ষোভ, আন্দোলনের চাপে কি সুর নরম করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সংসদে মঙ্গলবার একটি লিখিত বিবৃতিতে তেমনই ইঙ্গিত মিলল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এ দিন সংসদে লিখিত ভাবে জানালেন, সারা দেশে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকরের কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ দিন এও জানানো হয়েছে, খসড়া আইন প্রকাশের পর সিএএ মেনে নাগরিকত্ব চাইলে যে কেউ আবেদন জানাতে পারেন।
ডিসেম্বরে সংসদে সংশ্লিষ্ট বিলটি পাশ হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, সারা দেশেই কার্যকর হবে এনআরসি এবং সিএএ। আর সেটা হবে কালবিলম্ব না করেই। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সময় জানিয়েছিলেন, সারা দেসে দু’টি আইন কার্যকরের কথা ভাবা হয়নি। তার পর আর এ ব্যাপারে খুব একটা উচ্চবাচ্য করতে দেখা যায়নি অমিতকে।
সংসদে এ দিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত বিবৃতির পর সরকারের আশা, এই ব্যাখ্যার প্রেক্ষিতে এ বার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসি-র বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভ প্রশমিত হবে। দু’টি আইনের বিরুদ্ধে গত দু’মাস ধরে প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত।
আরও পড়ুন- জেদটা আরও বেড়ে গিয়েছে, বলছে পার্ক সার্কাস
আরও পড়ুন- ‘দেশকে টুকরো টুকরো করতে চায় আপ-কংগ্রেস’, তোপ মোদীর
সিএএ সেই আইন যেখানে ভারতে এই প্রথম ধর্মের ভিত্তিতে নাগরিকত্বকে মান্যতা দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে সংশ্লিষ্ট বিলটি পাশ হয়েছে সংসদের দুই কক্ষে। তার পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। যার জেরে কেন্দ্র এখনও পর্যন্ত আইনের খসড়া প্রকাশ করেনি।
যে অ-বিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তাঁদের রাজ্যে ওই দু’টি আইন তাঁরা কার্যকর হতে দেবেন না, সরকারি সূত্রের খবর, তাঁদের বোঝাতে এখন ব্যস্ত হয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আইনের খসড়া প্রকাশের আগে তাঁদের পাশে পাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তার ফলে, আইনের খসড়া প্রকাশে দেরি হচ্ছে।
সংসদে এ দিনের লিখিত বিবৃতিতে সে কথা কবুলও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিত্যানন্দ বলেছেন, ‘‘সিএএ নিয়ে অনেক রাজ্যেরই উদ্বেগ রয়েছে। বিজেপি এবং অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। তাঁদের আতঙ্ক যে অমূলক, সেটা বোঝানোর চেষ্টা করছি। সরকারের অবস্থানটাও তাঁদের বোঝানোর চেষ্টা হচ্ছে।’’