চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উইকেটে কেমন হবে তা নিয়ে কৌতূহল ছিল। রবিবার ভারত প্রথমে বল করে। নিউ জ়িল্যান্ড ২৫১ রান তুলে নেয়। ইনিংসে বরুণ চক্রবর্তী দু’টি উইকেট নেন। পাওয়ার প্লে-তে তাঁকে বল করাতে নিয়ে আসেন রোহিত শর্মা। ইনিংস শেষে জানালেন ফাইনালের পিচে কী ভাবে সাফল্য পেলেন বরুণ।
ইনিংস শেষে বরুণ বলেন, “আগের ম্যাচের চেয়ে ভাল উইকেট। খুব বেশি সাহায্য পাচ্ছে না স্পিনারেরা। আমি উইকেট লক্ষ্য করে বল করছিলাম। ব্যাটারের ভুল করার অপেক্ষা করছিলাম আমি। আমার যেমন নতুন বল করতে ভাল লাগে, তেমনই ডেথ ওভারেও। এই উইকেটে বল করা কঠিন। আমি কুলদীপের (যাদব) সঙ্গে কথা বলছিলাম। এই দলে আমি নতুন। বাকিদের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করছি।” বল করার সময় পায়ে চোট লেগেছিল বরুণের। তিনি বলেন, “আমার পা ফুলে রয়েছে। ব্যথা কমানোর ওষুধ খেতে হবে।”
আরও পড়ুন:
ম্যাচে ড্যারিল মিচেল ৬৩ রান করেন। শেষবেলায় মাইকেল ব্রেসওয়েল করেন ৫৩ রান। তাঁদের দাপটে ২৫১ রান তুলে নেয় নিউ জ়িল্যান্ড। ভারতের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন বরুণ এবং কুলদীপ। একটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং রবীন্দ্র জাডেজা। বরুণ মনে করেন দুবাইয়ের পিচে ২৫২ রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব।