Advertisement
০২ নভেম্বর ২০২৪
National News

সিবিআই প্রধানের ‘অপসারণ’ নিয়ে সুপ্রিম কোর্টে কংগ্রেস

তাঁর আবেদনে খড়গে বলেছেন, সিবিআই প্রধানের কার্যকালের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। সেটা দু’বছরের। শুধু তাই নয়, যাঁকে তাঁর স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট নির্বাচন কমিটির কাছ থেকে সেই নামটির অনুমোদনও প্রয়োজন। খড়গের অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই দু’টি ক্ষেত্রেই নিয়ম মেনে চলেনি।

লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে। ছবি- সংগৃহীত।

লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে। ছবি- সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ১৮:০০
Share: Save:

সিবিআই প্রধান অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর ব্যাপারে কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে, সুপ্রিম কোর্টে তাকে চ্যালেঞ্জ জানাল কংগ্রেস। দলের তরফে শীর্ষ আদালতে দায়ের করা মামলায় লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে সংশ্লিষ্ট সরকারি নির্দেশটিকে ‘পুরোপুরি বেআইনি ও ইচ্ছাকৃত’ বলেছেন। তিনি ওই সরকারি নির্দেশ খারিজ করার আর্জি জানিয়েছেন শীর্ষ আদালতের কাছে।

তাঁর আবেদনে খড়গে বলেছেন, সিবিআই প্রধানের কার্যকালের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। সেটা দু’বছরের। শুধু তাই নয়, যাঁকে তাঁর স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট নির্বাচন কমিটির কাছ থেকে সেই নামটির অনুমোদনও প্রয়োজন। খড়গের অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই দু’টি ক্ষেত্রেই নিয়ম মেনে চলেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের প্রধান বিচারপতি ছাড়াও ওই নির্বাচন কমিটিতে রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা খড়গে।

আবেদনে খড়গে জানিয়েছেন, সংশ্লিষ্ট নির্বাচন কমিটির সদস্য হওয়া সত্ত্বেও তাঁকে এ ব্যাপারে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্তের আগে কমিটির কোনও বৈঠকেই তাঁকে ডাকা হয়নি। অন্য কোনও ভাবে তাঁর মতামত নেওয়ারও প্রয়োজন বোধ করেনি সরকার।

আরও পড়ুন- প্রাণ বাঁচাতে দেশ ছাড়লেন আসিয়া বিবির আইনজীবী, কট্টরপন্থীদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান​

আরও পড়ুন- ‘এই সম্পর্ক বয়ে নিয়ে যাওয়াটা অর্থহীন’, জল্পনা উড়িয়ে বললেন তেজপ্রতাপ​

গত মাসে হঠাৎই সিবিআই প্রধান অলোক বর্মা ও উপ প্রধান রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানোর নির্দেশ জারি করে কেন্দ্র।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE