হামলায় আক্রান্তদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ছবি: পিটিআই।
অমৃতসরের আদিলওয়াল গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বাইকে করে এসে জনতার উপর গুলিবৃষ্টি চালাল অজ্ঞাতপরিচয় আততায়ীরা। গ্রামের গুরুদ্বারে নিরাঙ্কারি সম্প্রদায়ের একটি অনুষ্ঠান চলার সময়ই হামলার ঘটনাটি ঘটে।
দুপুর বারোটার সময় এই হামলা চালানো হয়। জনতার ওপর বুলেট বৃষ্টির পাশাপাশি ছোঁড়া হয় গ্রেনেডও। দু’টি বাইকে করে এসে মুখোশধারী আততায়ীরা এই হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অন্তত ২৫ জন এই হামলায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কোনও কোনও সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী বেশ কয়েক জন মারাও গিয়েছেন এই নাশকতায়।
আরও পড়ুন: পুরনো প্রেমিককে ফিরে পেতেই ধর্ষণের অভিযোগ করেন মহিলারা, হরিয়ানার মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক
অমৃতসর বিমানবন্দর থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই হামলা চালানো হয়েছে। প্রাথমিক ভাবে এটিকে সন্ত্রাসের ঘটনা বলেই মনে করছে পুলিশ। এলাকায় পাঠানো হয়েছে পুলিশ বাহিনী। তিন জনের মৃত্যুর কথা জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডেপুটি কমিশনার কমলদীপ সিংহ।
আরও পড়ুন: আমেরিকায় নাবালক আততায়ীর গুলিতে হত ভারতীয়
Spot visuals: Several injured in a blast at Nirankari Bhawan in Amritsar's Rajasansi village. More details awaited. #Punjab pic.twitter.com/Fzk0FW4725
— ANI (@ANI) November 18, 2018
গুরুতর আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে। হামলা চালানোর সময় গুরুদ্বারের ভেতর অন্তত আড়াইশো জন ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভারও নেওয়া হবে বলে সরকারের তরফে জানিয়েছেন তিনি। সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের পরিচয় জানার চেষ্টা করছেন পঞ্জাব পুলিশের গোয়েন্দারা।
(রাজনীতি, অর্থনীতি, ক্রাইম - দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy