চন্দা কোছর।—ফাইল চিত্র।
সিবিআইকে তোপ দেগে উল্টে তোপের মুখে অরুণ জেটলি! তাঁর রক্ষাকর্তা হিসেবে মাঠে নামানো হল সেই সিবিআইকে! তারাও জবাব দিতে গিয়ে নাকালই হল।
আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোছরের বিরুদ্ধে তদন্ত শুরু হতেই সিবিআইকে এক হাত নিয়েছেন আমেরিকায় চিকিৎসাধীন জেটলি। ব্লগ লিখে, টুইটে প্রশ্ন তোলেন, ব্যাঙ্কিং শিল্পের প্রথম সারির মুখেদের নাম কেন তুলে আনা হচ্ছে? সেই সূত্রেই জেটলির বিরুদ্ধে তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ তুলছেন বিরোধীরা। তাঁদের দাবি, চন্দার বিরুদ্ধে সিবিআইয়ের তদন্তকারী অফিসার সুধাংশু ধর মিশ্রকে বদলি করা হয়েছে। এতেই স্পষ্ট, আমেরিকায় বসে প্রভাব খাটাচ্ছেন জেটলি।
আজ সিবিআই দাবি করল, ওই তদন্তে সিবিআই হানার খবর ফাঁস হয়েছিল আগেই। তার পিছনে সুধাংশুর ভূমিকার তদন্ত হচ্ছে। তাই তাঁকে বদলি করা হয়েছে। প্রশ্ন উঠেছে, খবর ফাঁস করার অভিযোগ থাকলে তাঁকে কেন শুধু বদলি করা হল? কেন সাসপেন্ড বা ছুটিতে পাঠানো হল না?
এত দিন পি চিদম্বরম, ভূপিন্দর সিংহ হুডার মতো নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে সিবিআইকে কাজে লাগানোর অভিযোগ উঠছিল। এ বার দফতরহীন মন্ত্রী জেটলিই মোদীর দফতরের অধীন সিবিআইকে নিশানা করায় চিদম্বরম পাল্টা কটাক্ষ করছেন, ‘‘ব্যাঙ্ক জগতের সুপরিচিতদের নিশানা হতে দেখে অবশেষে জেটলির বিবেক ও আইনি বিচারশক্তি জেগে উঠেছে! এটাই ভাল!’’
আরও পড়ুন: নেতাজি না মোদী, আগে কে? ‘মন কি বাত’ নিয়ে বিস্মিত অনেকেই
গত ২২ জানুয়ারি চন্দা কোছর, তাঁর স্বামী দীপক কোছর, ভিডিওকনের এমডি বেণুগোপাল ধুতদের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। তাতে সই করেন সিবিআইয়ের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার এসপি সুধাংশু। পরের দিনই, অর্থাৎ ২৩ জানুয়ারি সুধাংশুকে রাঁচী বদলি করা হয়। ২৪ জানুয়ারি মুম্বই, ঔরঙ্গাবাদের চার জায়গায় হানা দেয় সিবিআই। তবে চন্দার বাড়িতে নয়।
ওই এফআইআর থেকে স্পষ্ট, কে ভি কামাথ, রাজীব সবরওয়াল, সন্দীপ বক্সীর মতো ব্যাঙ্কিং শিল্পের প্রথম সারির ব্যক্তিদের ভূমিকা সিবিআইয়ের আতসকাচের তলায়। এ নিয়েই আক্রমণ করেছেন জেটলি। কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, ‘‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্বার্থে তৎপর সিবিআইকে এত দিন আমরা আইন মেনে কাজ করতে বলেছি। এ বার জেটলিও একই কথা বলছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy