Advertisement
০৩ নভেম্বর ২০২৪
National News

আধার কার্ড বৈধ কি না, সুপ্রিম কোর্ট জানাবে আজ

ইতিমধ্যেই ১০০ কোটি ভারতীয় নাগরিককে আধার কার্ড দেওয়া হয়েছে।

ছবি- সংগৃহীত।

ছবি- সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৮
Share: Save:

আধার কার্ড সংবিধানে দেওয়া ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করছে কি না, সে ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দেবে আজ, বুধবার।

৫ প্রবীণতম বিচারপতিকে নিয়ে গড়া শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে এ ব্যাপারে ৩৮ দিন ধরে ২৭টি পিটিশনের শুনানি হয়েছে। যা একটি রেকর্ড। প্রত্যেকটি পিটিশনেরই বক্তব্য, আধার কার্ড ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করেছে। যা সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের পরিপন্থী।

গত বছর এই সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার (রাইট টু প্রিভেসি) ‘‘জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং তা ব্যক্তিস্বাধীনতার অংশ।’’

ইতিমধ্যেই ১০০ কোটি ভারতীয় নাগরিককে আধার কার্ড দেওয়া হয়েছে। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা, প্যান কার্ড করানো, নতুন মোবাইল ফোনের সংযোগ নেওয়া, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ১২ অঙ্কের আধার নম্বর বহু দিন ধরেই দেশে বাধ্যতামূলক।

আরও পড়ুন- আড়াই হাজারেই চিচিং ফাঁক, খুলে যাবে ‘আধার’-এর দেওয়াল!​

আরও পড়ুন- রাফাল নিয়ে কংগ্রেসকে পাল্টা তোপ মোদীর, জবাব নেই রাহুলের প্রশ্নের​

কিন্তু তথ্য ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ব্যক্তিগত গোপনীয়তা, তথ্যাদির নিরাপত্তাকে কেন্দ্র করে আধার কার্ড নিয়ে তুমুল হইচই শুরু হয়। সুপ্রিম কোর্টে একের পর এক পিটিশন জমা পড়ে আধার কার্ডের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে।

কেন্দ্র অবশ্য বরাবরই আধার কার্ডের পক্ষ নিয়েছে। যাঁরা আধার কার্ড দেন, সেই ইউআইএডিআই কর্তৃপক্ষও বার বার জানিয়েছেন, কার্ডের জন্য তাঁরা নাগরিকদের যে সব ব্যক্তিগত গোপনীয় তথ্য নিয়েছেন, সেই সবই নিরাপদে রয়েছে। ওই সব তথ্যের নিরাপত্তা প্রশ্নাতীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE