Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

সুকমার জঙ্গলে ধুন্ধুমার, নিরাপত্তাবাহিনীর গুলিতে হত ১৪ মাওবাদী, ছত্তীসগঢ়ে সতর্কতা

রাজ্য পুলিশের স্পেশাল ডিজি (অ্যান্টি নকশাল অপারেশনস) ডি এম অবস্থি জানান, রুটিন তল্লাশি চালানোর সময় কোঁটা থানার অন্তর্গত মিকা টং জঙ্গলের কাছে নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিকে হামলা চালায় এক দল মাওবাদী।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ছত্তীসগ়ঢ় শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ১৩:১৩
Share: Save:

বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। ছত্তীসগঢ়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল ১৪ মাওবাদী।

রাজ্য পুলিশের স্পেশাল ডিজি (অ্যান্টি নকশাল অপারেশনস) ডি এম অবস্থি জানান, সুকমার মিকা টং জঙ্গলে সোমবার সকালে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, সিআরপিএফ এবং স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা। গোল্লাপাল্লি এবং কোঁটার মাঝে পৌঁছতেই প্রায় দুশোরও বেশি মাওবাদী ঘিরে ধরে যৌথবাহিনীর জওয়ানদের। শুরু হয় তুমুল গুলির লড়াই। জওয়ানদের লক্ষ্য করে মুহুর্মূহু গুলি ছুটে আসছিল জঙ্গলের ভিতর থেকে। তত্পরতার সঙ্গে পাল্টা জবাব দেয় জওয়ানরাও।

অবস্থি আরও জানান, ১৪ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ১৬টি আগ্নেয়াস্ত্রও। খবর পেয়েই বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বাকি মাওবাদীদের খোঁজে জঙ্গলের বিশাল এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: দরজা খুলতেই তরুণীকে গুলি করে পালাল প্রত্যাখ্যাত প্রেমিক

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে বচসা, তিন সন্তানকে নদীতে ছুড়ে মারলেন বাবা

গত জুলাইয়ে বিজাপুর জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ মাওবাদীর নিহত হয়েছিল। মাওবাদীদের বিরুদ্ধে যুঝতে নয়া কৌশল নিচ্ছে নিরাপত্তাবাহিনী। সেই কৌশলেই বেশ কয়েকটি ক্ষেত্রে সাফল্য এসেছে বলে নিরাপত্তাবাহিনী সূত্রে খবর।

অন্য বিষয়গুলি:

Chhattisgarh Maoist Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE