তদন্ত কমিটির রিপোর্ট একপেশে। তাই নিজেদের তৈরি সেই কমিটি ভেঙে নতুন কমিটি গড়ল হাওড়ার জেলা স্বাস্থ্য দফতর। দুর্ঘটনায় গুরুতর আহত এইচআইভি পজিটিভ এক রোগিণীকে চিকিৎসা না করে অন্যত্র রেফার করে দেওয়ার অভিযোগের তদন্তে ওই কমিটি গড়া হয়েছিল।
সোমবার, ১ ডিসেম্বর বিশ্ব এডস দিবসে ওই রিপোর্ট জমা পড়ে জেলা স্বাস্থ্য দফতরে। তার পরেই জেলা স্বাস্থ্য দফতরের এক অধিকর্তা জানান, মূল অভিযোগের কোনও তদন্তই হয়নি বলে তাঁদের মনে হচ্ছে। কারণ রিপোর্টটি একপেশে। এই পরিস্থিতিতে পুরনো কমিটি ভেঙে ফের তদন্ত হবে।
গত ৯ নভেম্বর ওই রোগিণীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে হাওড়া হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। পরের দিন কলকাতা মেডিক্যালেও একই আচরণ করা হয় বলে ওই রোগিণীর পরিজনদের অভিযোগ। হাওড়ার রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী ও মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায় অভিযুক্ত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরেই তিন সদস্যের তদন্ত কমিটি গড়ে ১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস রায়।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে মুখ্য স্বাস্থ্য অধিকর্তার কাছে তদন্ত রিপোর্ট জমা পড়ে। তাতে বলা হয়, ঘটনার দিন হাওড়া হাসপাতালের চিকিৎসক ও নার্সরা ওই মহিলার যথাযথ চিকিৎসা করে ছিলেন। কিন্তু যেহেতু দুর্ঘটনায় ওই মহিলার কোমর ভেঙে গিয়েছিল, তাই তাঁকে অন্য হাসপাতালে রেফার করা হয়। কারণ কোমর ভাঙার চিকিৎসার সরঞ্জাম হাওড়া জেলা হাসপাতালে নেই।
জেলা স্বাস্থ্য দফতরের বক্তব্য, ওই রিপোর্টে অনেক বিভ্রান্তি রয়েছে। মূল যে অভিযোগ, তার যথাযথ তদন্ত হয়নি। এ জন্য ওই কমিটি ভেঙে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সদর) শর্মিলা মৌলিক, সহ মুখ্য স্বাস্থ্য অধিকর্তা (১) রঞ্জিতকুমার দাস ও সহ মুখ্য স্বাস্থ্য অধিকর্তা (২)-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শীঘ্রই ওই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ ব্যাপারে কিছু বলব না। তবে নতুন করে ওই অভিযোগের তদন্ত হচ্ছে।”
ঘটনাচক্রে এ দিনই ছিল বিশ্ব এড্স দিবস। দুর্ঘটনায় জখম এক এইচআইভি পজিটিভ রোগীকে চিকিৎসা না করে তাঁকে হাসপাতাল থেকে কার্যত বার করে দেওয়ার অভিযোগ নিয়ে তদন্ত রিপোর্ট পেশ করার বিষয়টি তাই এ দিন স্বাভাবিক ভাবেই বিশেষ মাত্রা পায়। পাশাপাশি এ দিন সকালেই হাওড়া হাসপাতাল চত্বরে এডস সচেতনতা নিয়ে নানা অনুষ্ঠানে যোগ দেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে এইচআইভি পজিটিভ রোগিণীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, তাঁরাও এ দিনের অনুষ্ঠানে সক্রিয় ভাবে অংশ নেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy