ঘুম থেকে উঠে নেটমাধ্যমে উঁকিঝুঁকি থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পছন্দের ওয়েব সিরিজ দেখা মোবাইল আমাদের সর্বক্ষণের সঙ্গী। ছবি: সংগৃহীত
মোবাইল ছাড়া এখন জীবনের এক মুহূর্তও কল্পনা করা যায় না। জরুরি মিটিংয়ের রিমাইন্ডার থেকে ফিটনেস ট্র্যাকিং, ফেসবুক থেকে মেল সবকিছুই বন্দি মুঠোফোনে। ঘুম থেকে উঠে নেটমাধ্যমে উঁকিঝুঁকি থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পছন্দের ওয়েব সিরিজ দেখা মোবাইল আমাদের সর্বক্ষণের সঙ্গী। কোথাও বেরোনোর কিছুক্ষণ আগে হয়তো খেয়াল হল, মোবাইলটা চার্জ দেওয়া হয়নি! হাতে সময় কম, অফিসের তাড়া! এখন কী করবেন, ভেবেই মাথায় হাত? এ রকম সমস্যা আমাদের হামেশাই হচ্ছে। তাই দেখে নিন চটজলদি মোবাইল চার্জ করার কয়েকটি ফন্দি।
১) চার্জ দেওয়ার পরে অনেকেই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে থাকেন। এতে কিন্তু সামান্য চার্জ হতেও অনেক সময় লেগে যাবে।
২) মোবাইলে চলতে থাকা অ্যাপগুলির জন্যও অনেক সময়ে চার্জ হতে সময় লাগে। চার্জ দেওয়ার আগে দেখে নিন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ চলছে কি না। সে রকম হলে সেগুলি বন্ধ করে দিন।
৩) আপনার কি মোবাইলের ব্রাইটনেস বাড়িয়ে রাখার অভ্যাস? এই অভ্যাস কিন্তু চোখের জন্য ভাল নয়। আবার এই অভ্যাসের কারণে ফোনের চার্জ জলদি শেষ হয়ে যায়। চার্জে দিতে যাওয়ার আগে ফোনের পর্দার ব্রাইটনেস কমিয়ে দিন, দেখবেন খুব তাড়াতাড়ি চার্জ হচ্ছে।
৪) চার্জ দেওয়ার সময়ে যদি মোবাইলের ইন্টারনেট বন্ধ থাকে তা হলে কিন্তু দ্রুত চার্জ হয়।
৫) খুব তাড়া থাকলে মোবাইল ফোন বন্ধ করে তার পরে চার্জে বসান। এই ফিকিরে অল্প সময়েই আপনার ফোন দ্রুত চার্জ হয়ে যাবে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy