Advertisement
০৬ নভেম্বর ২০২৪

#ট্রেন্ডিং

আরও একটা বছর শেষ। গোটা বিশ্বেই আধিপত্য বিস্তার করছে মোবাইল কমার্স। ওয়েবসাইট ছেড়ে দিয়ে ‘মিন্ত্রা’র মতো কিছু সংস্থা শুধু অ্যাপের উপর নির্ভর করে বাজার ধরতে নেমে পড়েছে। নতুন বছরের অ্যাপ-রেজোলিউশন তৈরি করার আগে জেনে নেওয়া যাক এমন কিছু অ্যাপের কথা, ২০১৫-য় যাদের প্রভাব অস্বীকার করা যায় না।

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ০০:৩০
Share: Save:

আরও একটা বছর শেষ। গোটা বিশ্বেই আধিপত্য বিস্তার করছে মোবাইল কমার্স। ওয়েবসাইট ছেড়ে দিয়ে ‘মিন্ত্রা’র মতো কিছু সংস্থা শুধু অ্যাপের উপর নির্ভর করে বাজার ধরতে নেমে পড়েছে। নতুন বছরের অ্যাপ-রেজোলিউশন তৈরি করার আগে জেনে নেওয়া যাক এমন কিছু অ্যাপের কথা, ২০১৫-য় যাদের প্রভাব অস্বীকার করা যায় না।

এইচবিও নাউ: ‘গেম অফ থ্রোনস’-এর মতো জনপ্রিয় টেলিসিরিজ থেকে ‘জেমস বন্ড’ মুভি সিরিজ— কেব্‌ল সংযোগের ঝামেলা এড়িয়ে দেখতে পাবেন মোবাইলেই। প্রথমে শুধু মাত্র অ্যাপলের জন্য চালু হলেও এখন মিলছে অন্য অপারেটিং সিস্টেমেও। তবে, মান্থলি সাব্সক্রিপশন দিতে হবে।

স্ন্যাপচ্যাট: চার বছরের পুরনো হলেও ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই ফোটো-মেসেজিং অ্যাপ। জেন-ওয়াইয়ের মধ্যে বিপুল জনপ্রিয়তার দৌলতে এ বছরের প্রথম সারিতে স্ন্যাপচ্যাটের জায়গা আগেই পাকা হয়ে রয়েছে।

পেরিস্কোপ: আদতে ভিডিও সোশ্যাল মিডিয়া। লাইভ ভিডিও ব্রডকাস্ট করতে পারেন সহজেই। লাইভ হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার ফলোয়ারেরা। তাঁদের সঙ্গে যোগাযোগ হবে দ্রুত।

ফটোশপ ফিক্স: ছবির কারেকশনের ক্ষেত্রে অ্যাডব ফটোশপ বহু দিন ধরেই পেশাদার ফটোগ্রাফারদের জগত শাসন করে আসছে। তারই কয়েকটি ফিচার নিয়ে লঞ্চ হয়েছে এই অ্যাপ।

পজ়: আজকের দিনের তীব্র মোবাইল-ব্যস্ততার থেকে আপনাকে ছুটি দিতে তৈরি হয়েছে এই অ্যাপ। প্রাচীন ধ্যানবিদ্যা ‘তাই-চি’কে কাজে লাগিয়ে স্ট্রেস দূর করে মানসিক স্থিতি আনতে পজ়ের জুড়ি মেলা ভার।

অন্য বিষয়গুলি:

# hashtag trending 2015 lifestyle pause
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE