বাড়িতে একটি পোষ্য থাকলে মন ভাল লাগে। পছন্দের একটি কুকুরছানা নিয়ে আসাই যায়। তার সঙ্গে খেলা করে, তার দেখভাল করে নিজের সময় ভাল কাটবে। কিন্তু পোষ্যকে ঘরে আনার আগে কয়েকটি কথা খেয়াল রাখা জরুরি।
প্রথমত পোষ্য শুধু আনলেই তো হল না। তার দায়িত্ব নেওয়া বড় কাজ। এর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। বাড়িতে শিশু থাকলে যেমন নিজের পছন্দ-অপছন্দ ভুলে তাকে প্রধান্য দিতে হয় অনেক ক্ষেত্রে, পোষ্যের বিষয়েও খানিক তেমন। ঘনঘন তাকে একা রেখে চলে যাওয়া যাবে না। আপনাকে যদি বাইরে যেতেই হয় দিন কয়েকের জন্য, তবে তাকে দেখার জন্য অন্য কাউকে থাকতে হবে বাড়িতে।
বাড়িতে কুকুর থাকলে তার জন্য অনেক খরচও থাকে। আলাদা খাওয়াদাওয়া। ওষুধ। চিকিৎসক। এর সঙ্গে থাকে দেখভালের আরও খুঁটিনাটি খরচ। সবটা করার ইচ্ছা এবং সামর্থ দুয়ের কথাই পোষ্যকে বাড়িতে আনার আগে ভেবে দেখা দরকার।
পোষ্য আপনার বাড়িতে এসে যেন কষ্ট না পায়। সে কথা খেয়াল রাখা জরুরি।