বর্ষা মানেই কেবল ইলিশ আর মেঘলা আকাশ দেখে আনকোরা মনকেমন নয়, বরং গৃহস্থের কাছে বর্ষা বেশ চিন্তারও। ঘর-বাড়ি পরিষ্কার করা থেকে জামাকাপড়ের যত্ন— সবেতেই প্রয়োজন অতিরিক্ত মুনশিয়ানার। কাদার ছাপ, স্যাঁতসেঁতে মেঝে, আধভিজে পোশাকের হাত থেকে পরিত্রাণ পেয়ে এই বাদল দিনে ঠিক কী উপায়ে ঘরবাড়ি রাখবেন নতুনের মতো ঝকঝকে? জেনে নিন। ছবি: শাটারস্টক।
বর্ষা আসার মুখেই ভাল দেখে নিন বাড়ির ছাদ, মেঝে ও দুই দেওয়ালের সংযোগস্থলগুলো। কোথাও কোনও ফাটল বা আর্দ্রতা জমতে দেখলে দ্রুত ব্যবস্থা নিন। প্রতি বছর বাড়ি রং করার অভ্যাস থাকলে বর্ষার আগেই তা সেরে ফেলুন। রং করার উপায় না থাকলে অন্তত প্রাইমার কিংবা হোয়াইট ওয়াশ করাতে পারেন। মেঝেরও প্রয়োজনীয় মেরামত করান। ছবি: শাটারস্টক।