অনেকেই একা বেড়াতে ভালবাসেন। কিন্তু বাজেট মাত্র ১০ হাজার? এ দিকে বেড়াতে যেতে মন চায় কাশ্মীর কিংবা অরুণাচল? কে বলেছে সম্ভব নয়? যাতায়াত-থাকা-খাওয়া মিলিয়েও আলবাত সম্ভব। ভারতের মধ্যেই এমন অনেক পাহাড়-সমুদ্র ঘেরা অজানা-অচেনা জায়গা রয়েছে, যেখানে ঘুরে এলে মন তো আনন্দ পাবেই, সঙ্গে পকেটও আরাম পাবে। জেনে নিন সেখানে যাওয়ার উপায় আর বেড়ানোর হিসেব। ছবি: সাটারস্টক.
তাওয়াং, অরুণাচল প্রদেশ: সবুজ ঘেরা উপত্যকার কোলে ছোট্ট গ্রাম তাওয়াং। স্বাভাবিক ভাবেই বেড়ানোর জন্য সুপরিচিত নয়। অথচ, এখানে এলে বুঝবেন, প্রকৃতির কাছাকাছি থাকা কাকে বলে! কলকাতা থেকে গুয়াহাটি নেমে ইন্টারসিটি ধরে পৌঁছে যান তেজপুর। তার পর মাত্র ২০০ টাকা বাসভাড়ায় তাওয়াং। দিন তিনেকের বেড়ানোয় থাকা-খাওয়া মিলিয়ে খরচ হবে ৪ হাজার মতো। ছবি: সাটারস্টক.