মন-মেজাজ নিজের নিয়ন্ত্রণে না থাকলে দিনভর অস্বস্তি। ঘন ঘন হতাশ হওয়া যেন কেড়ে নেয় দিনের অনেকটা আনন্দ। কিন্তু জানেন কি, যে সব খাবার আপনি প্রতি দিন খান, তার মধ্যেই লুকিয়ে থাকে আপনার মনখারাপের বীজ। বরং খাদ্যতালিকা থেকে এ সব বাদ দিলেই কাটবে হতাশার মেঘ। দেখে নিন কী কী খাবার অজান্তেই বাড়িয়ে চলেছে আপনার হতাশা। ছবি: পিক্সঅ্যাবে।
খাবার কেনার সময় তার উপাদান দেখুন, যদি প্যাকেটের গায়ে বিসফেনল এ (বিপিএ) লেখাটা দেখেন তা হলে সেই খাবার আজই বাদ দিন। বিপিএ আসলে প্লাস্টিকের বস্তু তৈরিতে ব্যবহার করা হয়। বেশির ভাগ ক্যান বন্দি খাবারেই বিপিএ থাকে। রাসয়নবিদ সুজাত দে-র মতে, বিপিএ মস্তিষ্কের স্নায়ুতে প্রভাব বিস্তার করে তাকে নিস্তেজ করে দিতে পারে। তাই এড়িয়ে চলুন সে সব। ছবি: পিক্সঅ্যাবে।