কথায় বলে ‘চ্যারিটি বিগিনস অ্যাট হোম।’ আসলে শিষ্টাচারও তেমনই। তাই বছর ছয়েক বয়সের পর থেকেই বিশেষ নজর দিন সন্তানের মানসিক বিকাশের উপর। থ্যাঙ্ক ইউ, সরি, প্লিজ— এই ছোট ছোট ইংরাজি শব্দগুলি বা এর বাংলা প্রতিশব্দ ঠিক ক্ষেত্রে ও দরকারি অভিব্যক্তি-সহ প্রয়োগ করছে কি না তা লক্ষ করুন। এতে শিশু বিনয়ী হতে শেখে। ছবি: পিক্সঅ্যাবে।