শীত চলে গিয়েছে। বসন্তেই বাড়ছে রোদের তেজ। আর দু’দিন পরেই গরম চোখ রাঙাবে। মরসুম বদলের এই সময়ে বাড়ির অ্যাকোয়ারিয়ামটি পরিষ্কার করেছেন কি?
মাছ বাঁচাতে হলে, তাদের অসুখ ঠেকাতে অ্যাকোয়ারিয়ামের পরিচ্ছন্নতা খুব জরুরি। জলের তাপমাত্রা, অক্সিজেনের মাত্রা— অনেক কিছুর উপর নির্ভর করে মাছেদের ভাল থাকা। ঠিক সেই কারণেই গুরুত্ব দেওয়া দরকার বসন্তের মরসুমে অ্যাকোয়ারিয়ামটি পরিষ্কারের ব্যাপারে।
মরসুম বদলের ফলে বাড়তে থাকে অ্যাকোয়ারিয়ামের জলের তাপমাত্রাও। এই বর্ধিত তাপমাত্রাই অ্যালগি এবং ব্যাক্টেরিয়ার বাড়বাড়ন্তের কারণ হয়ে ওঠে। নিয়মিত জল পরিষ্কার না করলে, কাচ পরিচ্ছন্ন না রাখলে ব্যাক্টেরিয়ার কারণে মাছের স্বাস্থ্য খারাপ হতে পারে। পাশাপাশি, গরম এলে চাপ পড়বে অ্যাকোয়ারিয়ামের ফিল্টারেও। আগে থেকে সেটি পরিষ্কার করে তাকে গরমের জন্য প্রস্তুত করাও জরুরি।
কী ভাবে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করবেন?
জলের পরিচ্ছন্নতা: জল যত পরিষ্কার হবে, ততই অ্যাকোয়ারিয়ামের কাচ কম নোংরা হবে। আর ও ওয়াটার (রিভার্স অসমোসিস) এবং মৃদু জল (ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের পরিমাণ কম থাকে) ব্যবহার করলে অ্যাকোয়ারিয়ামের গাছপালা যেমন ভাল ভাবে বেড়ে উঠতে পারে, তেমনই কাচেও জলের দাগ কম পড়ে। তবে সেই জল ব্যবহারের সুযোগ না থাকলে অ্যাকোয়ারিয়ামের কাচ পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন মাইক্রোফাইবার ক্লথ, শৈবাল পরিষ্কার করার জন্য অ্যালগি স্ক্র্যাপার্স বা স্পঞ্জ।
আরও পড়ুন:
ফিল্টার: গরম পড়লে ফিল্টারের উপর চাপ বেড়ে যায়। সে কারণে ফিল্টার খুব ভাল করে পরিষ্কার করে নেওয়া দরকার এই মরসুমে। জলের অতি ক্ষুদ্র আবর্জনা বার করতে ছাঁকনির মতো কাজ করে ‘ফাইন ফিল্টার মেশ’। এটি নিয়মিত বদলানো প্রয়োজন।
ফিল্টার পাইপ: পাইপে শ্যাওলা বাড়তে থাকলে ফিল্ট্রেশন প্রক্রিয়াও ব্যাহত হবে। ফিল্টার পরিষ্কারের সময় অনেকেই পাইপে নজর দেন না। দীর্ঘ দিন অপরিচ্ছন্ন থাকলে সেটিও নষ্ট হয়ে যেতে পারে। গরম পড়ার আগেই দেখে নেওয়া দরকার, পাইপটি ঠিক আছে কি না।
ফিল্টার মিডিয়া: অ্যাকোয়ারিয়ামের জল স্বচ্ছ রাখতে চাইলে ব্যবহার করতে পারেন ফিল্টার মিডিয়া। এই জিনিসটি জলের সূক্ষ নোংরা, ময়লাও পরিষ্কার করতে সক্ষম। বিভিন্ন ধরনের এবং মানের ফিল্টার মিডিয়া হয়। প্রয়োজন মতো যে কোনও একটি ব্যবহার করতে পারেন।
সজ্জা: অ্যাকোয়ারিয়ামের নুড়ি, পাথর, সজ্জার জন্য ব্যবহার করা ঘর এবং আনুষঙ্গিক জিনিসেও শ্যাওলা জন্মায়। মাঝেমধ্যে সেগুলিও পরিষ্কার করার দরকার পড়ে। দাঁত মাজার নরম ব্রাশের সাহায্যে সেগুলি সাবানজল দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে পারেন।